শাকিবের ‘তুফান’–এর টিজার দেখে যা বলছেন ভারতের ইউটিউবাররা
গতকাল মঙ্গলবার বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার টিজার। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে ‘তুফান’ তৈরি হয়েছে। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকেরা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবাররাও মুগ্ধ ‘তুফান’-এর টিজারে। আলাদা ভিডিও বানিয়ে টিজারের প্রশংসা করেছেন তাঁরা।
কলকাতার জনপ্রিয় ইউটিউবার অরিত্র ব্যানার্জি নিজের চ্যানেল ‘অরিত্রস জ্ঞান’-এ ‘তুফান’-এর টিজার নিয়ে বলেন, ‘শাকিব খানের সুপারস্টার ইমেজ রায়হান রাফী যেভাবে তুলে ধরেছেন, সেটা আগে দেখা যায়নি। এ ছাড়া টিজারে শাকিব খানের অভিনেতা সত্তাকে বেরিয়ে আসতে দেখা গেছে।
টিজারের শেষ দৃশ্যে যেখানে বাথটাবে শাকিব বসে আসেন, চারপাশে আগুন জ্বলছে—দৃশ্যটি দেখতে ব্যাপক লাগছে। এ শাকিব চিৎকার করছেন, দৃশ্যটিতে তাঁর অভিনয়ের দিকটাও উঠে এসেছে।’
এ ছাড়া মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে চঞ্চল চৌধুরী নিজের জাত চিনিয়েছেন, সেটাও উল্লেখ করেছেন অরিত্র।
পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘রূপমস রিভিউ’-এর রূপস ‘তুফান’-এর টিজার নিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে যত বড় তারকার সিনেমার টিজার এসেছে, তার থেকে এটা অনেক গুণ এগিয়ে।’নির্মাতার রাফীর প্রশংসা করে রূপম আরও বলেন, ‘যাঁরা এখন মূলধারার বাণিজ্যিক সিনেমা বানাচ্ছেন, এই পরিচালকের কাছ থেকে শেখা উচিত। কারণ, এ ছবির বাজেট তো ১৫ বা ২০ কোটি নয়, কীভাবে অল্প বাজেটে এ ধরনের লুক অ্যান্ড ফিল দিতে পারেন, তাঁকে কুর্নিশ করা উচিত।’
শাকিবের প্রশংসা করে রূপম বলেন, ‘শাকিবকে যদি ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে দেওয়া হয়, তিনি দারুণ কাজ করবেন। শাকিব খানের যে লুক, সেটা দারুণ।’একই সঙ্গে তিনি টিজারের শুরুর মনোলগ আর গানেরও প্রশংসা করেন।
আরেকটি ইউটিউব চ্যানেল ‘আর্টিস্টিক সেভেন সেন্স’-এর সাগরনীল বলেন, ‘এটা এমন একটি টিজার, যেটা নিয়ে মানুষ আরও কয়েক সপ্তাহ কথা বলবে। কারণ, বাংলা ছবির যে বাজেট, সেখানে এ ধরনের টিজার স্বপ্নের অতীত। সেখানে রায়হান রাফী স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন।’
আলোচিত এই ইউটিউবার ‘তুফান’-এর টিজার নিয়ে আরও বলেন, ‘ছবিটি ভালো হবে, খুব ভালো হবে, এমন প্রত্যাশা আমাদের সবারই ছিল। কিন্তু এই টিজার সে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। টিজারে দেখে মনে হয়েছে, রাফী তারকা শাকিব খানের সঙ্গে অভিনেতা শাকিব খানকেও ছবিতে তুলে এনেছেন।’সাগরনীলও ‘তুফান এল রে’ গানটির প্রশংসা করেন। তিন ইউটিউবারই ‘তুফান’-এর প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় মুক্তি দেওয়ার পরামর্শ দেন।পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই।