শুটিং, নাটক, সিনেমায় জমজমাট দিন

বছরের প্রথম দিন মুখর ছিল এফডিসি, বাংলাদেশ মহিলা সমিতি। ঢাকার বাইরে সিরাজগঞ্জও সাংস্কৃতিক আয়োজনে সরগরম ছিল। বছরের প্রথম দিন ইউটিউব ট্রেন্ডিংয়েই–বা কী ছিল?

শুটিং, নাটক, সিনেমায় জমজমাট ছিল বছরের প্রথম দিনকোলাজ

এফডিসির মূল ফটক ধরে ঢুকতেই মানুষের জটলা। পাশে প্রশাসনিক ভবন, ভবনের সামনে শুটিং সেট বানানো হয়েছে। সেটে ঢুঁ মারতেই দেখা গেল, দুজন অভিনয়শিল্পী গানের তালে নাচছেন। এটি কোনো সিনেমার গান, নাকি মিউজিক ভিডিও? খোঁজ নিয়ে জানা গেল, মিউজিক ভিডিও।

বছরের প্রথম দিন এফডিসিতে কোনো সিনেমার দৃশ্যধারণের দেখা না মিললেও শুটিং ছিল। মিউজিক ভিডিওটির শুটিংকে কেন্দ্র করে এফডিসি সরগরম ছিল।

রীতিমতো সিনেমার আদলে শুটিং সেট বানানো হয়েছে। সেটটি পুরোনো বিল্ডিংয়ের আদলে নির্মিত হয়েছে। সামনে একটি কালো রঙের জিপ রাখা। আবহ সংগীতে বাজছে ‘পাগলা-পাগলি’ শিরোনামের একটি গান। গানের তালে নাচছেন হামজা খান ও অলংকার চৌধুরী নামের দুই নবাগত শিল্পী। সঙ্গে কয়েকজন নৃত্যশিল্পীকেও দেখা গেছে।

মিউজিক ভিডিওর শুটিংয়ে অলংকার চৌধুরী
প্রথম আলো

গানটি গেয়েছেন আকাশ মাহমুদ, সুরও করেছেন তিনি। গানের ভিডিওটি নির্মাণ করছেন নাজমুল ইভান। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ইভান প্রথম আলোকে বললেন, ‘বছরের শেষ দিনও শুটিং করেছি, প্রথম দিনও শুটিং করছি। কাজটা উপভোগ করছি।’

শুটিং সেট থেকে একটু সামনে এগোলেই শিল্পী সমিতি। বেলা সাড়ে তিনটার দিকে খোঁজ নিয়ে জানা গেল, তখনো শিল্পীদের কেউ সমিতিতে আসেননি। সমিতির দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানালেন, বিকেল কিংবা সন্ধ্যার পর শিল্পীরা আড্ডা দিতে আসতে পারেন।

শিল্পী সমিতির পাশে চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে কয়েকজনকে আড্ডা দিতে দেখা গেছে। তবে এফডিসির ক্যানটিনের সামনে মানুষের জটলা দেখা গেছে। মূলত মিউজিক ভিডিওর শুটিংয়ে আসা ব্যক্তিরা চায়ে চুমুক দিতে ক্যানটিনে ভিড় করছেন। সঙ্গে আড্ডায়ও মজেছেন কেউ কেউ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন তিশা
ছবি: প্রথম আলো

দেখা হলো প্রথম দিনে

অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশার আমন্ত্রণ জানানোর ভাষা ছিল ঠিক এমন, ‘চলেন, নতুন বছরের প্রথম দিন বিকেল একসঙ্গে কাটুক।’ গতকাল বিকেলে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের ছাদবারান্দায় দেখা গেল, অতিথি বরণে ব্যস্ত তিশা। ছাদের এক কোণে দাঁড়িয়ে গল্পে মেতেছিলেন ছবির তিন অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আশুতোষ সুজন ও মিলন শেখ।

কেউ বলছেন আগের রাতে নতুন বছরের উদ্‌যাপনের গল্প। এর মধ্যে এসে হাজির অভিনেত্রী জাকিয়া বারী মম। একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি। কেউ আবার বলছিলেন, বছরের প্রথম দিনে এভাবে হলেও তো দেখা হলো। কফি হাতে ছাদে গল্পে মেতে ওঠেন সবাই।
গত বছরের ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৮৪০।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটির প্রযোজক অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। নতুন বছরের প্রথম দিনে তিশা দিলেন নতুন খবর। জানালেন, প্রেক্ষাগৃহে যাঁরা ছবিটি দেখার সুযোগ পাননি, এবার তাঁদের জন্যও সুযোগ তৈরি হয়েছে। আগামীকাল থেকে এটি টেলিভিশনেও দেখা যাবে। তা–ও আবার তিনটি চ্যানেলে। তিনটি ভিন্ন ভিন্ন সময়ে তিন চ্যানেলে ৮৪০-এর প্রচারের খবরটি জানাতেই গতকালের এ আয়োজন। এতে ছবির প্রযোজক তিশা, ছবির অভিনয়শিল্পীরা ছাড়াও তিন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও কলে যুক্ত হন ৮৪০-এর নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

‘৮৪০’ সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে প্রযোজক তিশা
ছবি: প্রথম আলো

জানানো হয়, ৩ জানুয়ারি রাত ৮টায় আরটিভিতে, রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে ৮৪০ সিরিজ আকারে দেখতে পাবেন। যাঁরা টেলিভিশনে দেখবেন, তাঁরা প্রেক্ষাগৃহে যা দেখেছেন, তার চেয়েও বাড়তি কিছু দেখার সুযোগ পাবেন।

তিশা বলেন, ‘এমন সিনেমা একসঙ্গে তিনটি চ্যানেলে প্রচারিত হবে, এটা স্বপ্ন দেখেছিলাম। নতুন বছরের শুরুতে সেই স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে। এই স্বপ্ন যাঁরা সত্যি করেছেন, তাঁদের ধন্যবাদ। এভাবে সাহসিকতা দেখিয়ে একযোগে কাজ করলে আমাদের মিডিয়া এগিয়ে যাবে।’

টেলিভিশনের পাশাপাশি প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে ৮৪০। তিশা বলেন, ‘এটা রাজনৈতিক স্যাটায়ার। ব্যবসার চেয়েও সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে এই কাজের সঙ্গে আমরা সবাই একত্র হয়েছি। সমাজের যে অবস্থা আমরা পার করেছি, সেটার যেন পুনরাবৃত্তি না হয়, এ জন্য আমরা টেলিভিশনেও প্রচারের উদ্যোগ নিয়েছি, যেন এটি আরও বেশি মানুষ দেখার সুযোগ পায়।’

আরও পড়ুন

শিল্পকলার ‘তারুণ্যের উৎসব’

নতুন বছর উপলক্ষে ‘তারুণ্যের উৎসব’ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সারা দেশে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি পালিত হবে। জানুয়ারি মাসব্যাপী দেশজুড়ে উৎসবটি চলবে।

গতকাল সিরাজগঞ্জে লোকনাট্য উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জের জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এরশাদ হাসান প্রথম আলোকে জানান, সন্ধ্যা সোয়া ছয়টায় গম্ভীরা দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর মাদার পীরের পালা হয়েছে। আজ কবিগান রয়েছে, আগামীকাল ভাসান যাত্রা রয়েছে। তিন দিনব্যাপী উৎসবটি করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

সিরাজগঞ্জ ছাড়াও ১৪টি জেলায় জানুয়ারি মাসজুড়ে তিন দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’ হবে। ‘শিল্পের পথচলায় বৈষম্যহীন নাট্যযাত্রা ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় জানুয়ারি মাসে কুমিল্লা, মুন্সিগঞ্জ, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও যশোরে নাটক মঞ্চায়িত হবে।

‘সাতকাহন’ নাটক নিয়ে আসছে নবরস নৃত্য ও নাট্যদল
নাট্যদলের সৌজন্যে

এসেছে ‘সাতকাহন’

বছরের প্রথম দিনে ঢাকার নাট্যাঙ্গনও সরগরম ছিল। গতকাল সন্ধ্যায় বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন মঞ্চে সাতকাহন-এর বিশেষ উদ্বোধনী প্রদর্শনী ছিল।

নবরস নৃত্য ও নাট্যদলের চতুর্থ প্রযোজনা নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা। নাটকটি লিখেছেন শামীম সাগর। এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সৈয়দা শামছি আরা, মিতা গাঙ্গুলী।

নাটকের গল্পে দেখা গেছে, এক পাঁচ তারকা হোটেলের লিফটে যান্ত্রিক ত্রুটি, এরই সঙ্গে শহরের ব্ল্যাকআউটে আটকা পড়েন তিন ভিন্ন জগতের তিন নারী—এক উচ্চাকাঙ্ক্ষী উঠতি অভিনেত্রী, এক গৃহবধূ, আর এক যৌনকর্মী। এরপর কী ঘটে, তা জানতে নাটকটি দেখতে হবে।

নির্দেশক সৈয়দা শামছি আরা বলেন, ‘নাটকটি মঞ্চে উপস্থাপন করার উদ্দেশ্য হলো সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা। তবে তা সম্ভব নয় জেনেবুঝেও চেষ্টাটুকু করামাত্র। পরিবার ও সমাজে নারীদের সম্মান স্বমহিমায় উদ্ভাসিত হোক, এই প্রত্যাশা সব সময়।’

‘সন্ধিক্ষণ’ নাটকে জোভান ও মালাইকা
নির্মাতার সৌজন্যে

ট্রেন্ডিংয়ে কী ছিল

ছোট পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর। গত ২৬ ডিসেম্বর গানওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত, মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘সন্ধিক্ষণ’। বাংলাদেশ থেকে গতকাল সকালে ইউটিউব ট্রেন্ডিংয়ের ২ নম্বরে ছিল নাটকটি। মুক্তির পর ছয় দিনে নাটকটির ভিউ ৬২ লাখ ৫২ হাজারের বেশি। ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক তালিকার শীর্ষে রয়েছে পুষ্পা ২ সিনেমার আইটেম গান ‘কিসসিক’। আল্লু অর্জুন ও শ্রীলীলাকে দেখা গেছে গানটিতে।

দুইয়ে রয়েছে ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি। শাহীন সুলতানা মিম ও রেদওয়ান তামিম হৃদয়ের গাওয়া গানটির কথা ও সুর হৃদয়ের। তিনে রয়েছে ‘খাঁটি গরুর দুধ’। রাসেল বাবু ও আফরোজ জাহান আশার গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন সিদ্দিকুর রহমান। তালিকার ৪ নম্বরে আবারও রয়েছে ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি। তবে এটি রয়েছে শিল্পী মিমের চ্যানেল থেকে। পাঁচে রয়েছে ইমরান ও পড়শীর ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন ইমরান।

আরও পড়ুন