আর্জেন্টিনার অবস্থা অনেকটাই সেই খরগোশ-কচ্ছপের গল্পের মতো: বুবলী

শবনম বুবলী

ছোটবেলা থেকেই ব্রাজিলের পাঁড় সমর্থক ঢালিউডের নায়িকা শবনম বুবলী। বিশ্বকাপের শুরু থেকে ব্রাজিলের একটি খেলাও মিস করেননি তিনি। শুটিংয়ের মধ্যেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কম ছিল না তাঁর। ব্রাজিল নিয়ে তাঁর সেই উন্মাদনা, উত্তেজনা ফেসবুকে নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে গেছেন। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে প্রিয় দলটি কিন্তু তাঁর আগ্রহ কমেনি। ফাইনাল ম্যাচ পর্যন্ত নিয়মিতই খেলার খবর রাখছেন এই অভিনেত্রী।

চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ছবির দুটি গানের শুটিংয়ে মাহফুজ আহমেদসহ বর্তমানে সেন্ট মার্টিনে আছেন বুবলী। আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি সেখানেই দেখবেন তিনি। দুপুরে সেখান থেকে মুঠোফোনে বুবলী বলেন, ‘আমরা ইউনিটের সবাই মিলে এখানে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখব। সকাল থেকেই শুটিংয়ের ফাঁকে ফাঁকে ইউনিটের লোকজন সেই আয়োজন করছেন। সন্ধ্যার পরপরই আমরা খেলা দেখার প্রস্তুতি নিয়ে ফেলব।’

মাঠের তারকা প্রিয় খেলোয়াড় নেইমার মাঠে না থাকলেও ফাইনালে বিশ্বকাপটি কার হাতে দেখতে চান এই পর্দার তারকা? চূড়ান্ত পর্বের খেলায় কীই–বা হতে পারে? বুবলী বলেন, এবারের বিশ্বকাপ খেলা নিয়ে অনুমান করা কঠিন। কারণ, অনেক বড় বড় মানুষের ভবিষ্যদ্বাণী কাজে আসছে না। এরই মধ্যে এই বিশ্বকাপে অনেক অঘটন ঘটে গেছে। বড় বড় দল ছোট ছোট দলের  কাছে পরাজয় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।

শবনম বুবলী
ছবি: প্রথম আলো

বুবলী বলেন, ‘ব্রাজিল চূড়ান্ত পর্বে আসতে পারিনি। এবার আমি মন থেকে চাই, মেসির হাতে বিশ্বকাপ উঠুক। সে এটি ডিজার্ভ করে। সে একা পুরো দলকে কীভাবে এ পর্যন্ত এনেছে। চোখ–কান খোলা রেখে পুরো মাঠে নেতৃত্ব দিয়ে সহযোদ্ধাদের চাঙা রেখে খেলেছেন মেসি। এর ফলে এ পর্যায়ে এসেছে দলটি। তবে এমবাপ্পেদের জন্যও শুভকামনা থাকবে।’

আরও পড়ুন
‘প্রহেলিকা’ ছবির দুটি গানের শুটিংয়ে মাহফুজ আহমেদসহ বর্তমানে সেন্ট মার্টিনে আছেন বুবলী

ব্রাজিলের খেলা তাঁর পছন্দ হলেও আলাদা করে আর্জেন্টিনার অধিনায়ক মেসির খেলা, তাঁর  স্বভাব, তাঁর আচরণের প্রতি দুর্বলতার কথা জানালেন বুবলী। তিনি বলেন, ‘খেলার মাঠে মেসিকে সাধারণত মাথা গরম করতে দেখা যায় না, রাগতে দেখিনি তাঁকে। খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। হয়তো সামনাসামনি তাঁর সঙ্গে কখনো দেখা হয়নি আমার। কিন্তু দেখে মনে হয়, নম্র-ভদ্র একজন মানুষ সে। তাঁর চেহারায় একটা মায়ার ছাপ আছে। তাঁর খেলা, ব্যক্তি—মেসিকে এ জন্য ভালো লাগে।’

আরও পড়ুন

মেসির খেলাকে কচ্ছপের সঙ্গে তুলনা করে বুবলী বলেন, ‘আর্জেন্টিনার অবস্থা অনেকটাই সেই খরগোশ-কচ্ছপের গল্পের মতো (হা হা হা...)। প্রথম খেলাতেই যে দলটি সৌদি আরবের সঙ্গে হেরেছে। অথচ সেই দলটি পরে অনেক বাঘা বাঘা দলের সঙ্গে খেলে জয়ী হয়ে আজ ফাইনালে। কী পরিমাণ ধৈর্য, কী পরিমাণ আত্মবিশ্বাস থাকলে এটি সম্ভব। পরাজয় দিয়ে শুরু করে আত্মবিশ্বাসে ভর করে আস্তে আস্তে খেলা ঘুরিয়ে ফেলেছে তারা।’

আরও পড়ুন