খবরদারির নয়, এফডিসি মেধা প্রমাণের জায়গা
এফডিসিতে দলীয় কার্যক্রম চালানো ঠিক নয়। দল যখন ক্ষমতায় থাকে, তখন বিরোধীদের কোণঠাসা করে রাখা হয়। ব্যক্তি হিসেবে যাঁর যে দলের আদর্শ ভালো লাগবে, করবেন। কিন্তু চলচ্চিত্রে কেন দলীয় প্রভাব খাটিয়ে অন্যায়–অবিচার করা হবে? এফডিসিতে সবাই মিলে চলচ্চিত্রের জন্য কাজ করতে হবে। এফডিসিতে এ আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল। গতকাল বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আংশিক ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এফডিসির কর্মচারী কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিচালক বদিউল আলমকে আহ্বায়ক ও অভিনেতা শিবা সানুকে সদস্যসচিব করে আংশিক এই নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে নায়ক উজ্জ্বল জানান, বহুদিন ধরে চলচ্চিত্র পাড়ায় অনিয়ম হয়ে আসছে। যে যাঁর মতো করে সরকার থেকে স্বার্থ হাসিল করেছেন। কিন্তু চলচ্চিত্রের কোনো লাভ হয়নি। তিনি বলেন, যোগ্য লোকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যারা সরকারের সঙ্গে লিয়াজোঁ তৈরি করবে।
এফডিসির সোনালি অতীত ফিরিয়ে আনতে সরকারের সঙ্গে একটা সেতুবন্ধন তৈরি করবে এই কমিটি। তাদের মেধার কাজ হবে চলচ্চিত্রের উন্নয়নে, ব্যক্তির জন্য নয়।
এই নায়ক দুঃখ করে বলেন, ১৫ বছর ধরে দল পাল্টানো লোকেরা চলচ্চিত্রের উন্নয়নের চেয়ে নিজের উন্নয়ন নিয়ে দৌড়ঝাঁপ করেছেন। ভিন্নমতের মানুষদের এখানে স্বাধীনভাবে কাজ করতে দেননি। কোণঠাসা করে রেখেছেন। এফডিসি চলচ্চিত্রশিল্পের সার্বিক উন্নয়নের জন্য মেধা প্রমাণের জায়গা, খবরদারির জায়গা নয়।
ঢাকাই সিনেমার একসময়কার জনপ্রিয় এই অভিনেতার ভাষ্য, এখন সরকার পরিবর্তনের পর এফডিসিতে একসময় দল পাল্টানো লোকেরাই আবার জাতীয়তাবাদী আদর্শের দলে ভিড়তে চাইছেন। তবে যাঁরা ফিরতে চাইছেন, তাঁদের উদ্দেশে বার্তা দেন উজ্জ্বল। ভুল স্বীকার করে ফিরতে চাইলে ফিরতে পারবেন, তবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে নতুন কমিটির আহ্বায়ক বদিউল আলম জানান, সব মতের মেধাবী লোককে নিয়ে শিগগিরই এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি বলেন, ‘এফডিসির সব মতের মেধাবীদের নিয়ে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি সাজানো হবে। তবে অবশ্যই চলচ্চিত্রের পক্ষের লোক হতে হবে। বিগত দিনে আমরা দেখেছি, বিভিন্ন কমিটিতে থেকে চলচ্চিত্রের উন্নয়নের চেয়ে নিজেকে নিয়ে বেশি ভেবেছেন, এমন লোক এখানে আসার কোনো সুযোগ নেই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিনেতা শিবা সানু, সংগীতশিল্পী ইথুন বাবু, এফডিসি এমপ্লয়িস অ্যাসোসিয়েশনের সভাপতি হান্নান মজুমদার প্রমুখ।