‘সুড়ঙ্গ’-এর রেকর্ড, স্টার সিনেপ্লেক্সে ৭ দিনে আড়াই কোটি টাকার টিকিট বিক্রি

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফীসংগৃহীত

একের পর এক রেকর্ড গড়ছে ‘সুড়ঙ্গ’। থ্রিলার ও রহস্যে ভরা সিনেমাটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটি দেখতে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোতে। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। মাত্র সাত দিনে সিনেমাটি টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। এক সপ্তাহে কত টাকার টিকিট বিক্রি করল সিনেমাটি?
ঢালিউড সিনেমা যেন আবার সুদিনে ফিরেছে। সেটা বোঝা যায় ‘সুড়ঙ্গ’ সিনেমার নিয়ে দর্শকদের আগ্রহ দেখে। মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্সে দর্শকদের আলোচনায় আছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। ঈদের দ্বিতীয় দিনে সিনেমাটির টিকিট পাননি অনেকে। তৃতীয় দিন এসে স্টার সিনেপ্লেক্সে শোর সংখ্যার দিক দিয়ে রেকর্ড গড়েছে ছবিটি।

শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে। শনিবার দুপুরে ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তাঁদের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছে। সাত দিনে সিনেমাটির আয় নিয়েও ভক্তদের অনেক আগ্রহ ছিল।

চরকির শুভেচ্ছা
সংগৃহীত

সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, ‘মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে “সুড়ঙ্গ” আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর। এর আগে “ঢাকা অ্যাটাক”, “আয়নাবাজি”, “দেবী”র রেকর্ড ভেঙেছিল আমার “পরাণ” সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল “সুড়ঙ্গ”। এর আগে বাংলা কোনো সিনেমার এমন রেকর্ড নেই। এ জন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই।’ ছবিটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান চরকির পক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সময় রাফি সিনেমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের দর্শকেরা পারেন বাংলা সিনেমার দিন বদল করতে। সেটা তাঁরা “সুড়ঙ্গ” দিয়ে প্রমাণ করেছেন। দর্শক আবার হলে ফিরেছেন। বাংলা সিনেমা দেখছেন। সিনেমার টিকিট পাচ্ছেন না—এগুলো আমাদের ঢালিউডের জন্য আশার কথা। এ জন্য সব কৃতজ্ঞতা দর্শকদের। “সুড়ঙ্গ” ইতিহাসের দিকে যাচ্ছে।’

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো
ছবি : চরকির সৌজন্যে

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় সিনেমাটি মুক্তির আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আফরান নিশোর ভক্তরা নিশোর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল প্রস্তুত করছেন। এ ছাড়া কিছু সিনেমা হল কর্তৃপক্ষ গভীর রাতে সিনেমাটির শো চালিয়েছে। এ ছাড়া দেশের যেসব স্থানে সিনেমা হল নেই, তারাও সিনেমাটি দেখার জন্য ফেসবুক গ্রুপগুলোতে মন্তব্য করে আগ্রহ দেখিয়েছেন। এই আগ্রহ দিন দিন বাড়ছে।

আরও পড়ুন

লোভ, বিশ্বাসভঙ্গ, বিচ্ছেদ, অপরাধ, হত্যা—সবকিছুর নেপথ্যে একটাই কারণ, টাকা। রায়হান রাফির ‘সুড়ঙ্গ’র গল্পকে একটা বাক্যে তুলে ধরতে বললে হয়তো এভাবেই বলতে হবে। এটা প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন—সব মিলিয়ে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা। সিনেমায় আফরান নিশো ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারী প্রমুখ। একটি আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। ছবিটির পেমেন্ট পার্টনার বিকাশ, এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক ও মার্চেন্ডাইজ পার্টনার দারাজ।

আরও পড়ুন