স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’–এর রেকর্ড

‘সুড়ঙ্গ’ সিনেমায় আছেন তমা মির্জা ও আফরান নিশোছবি : সংগৃহীত

মাল্টিপ্লেক্সসহ দেশের ১৭১ হলে মুক্তি পেয়েছে ঈদের পাঁচটি ছবি। ছবিগুলো হলো ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা’ ও ‘লাল শাড়ি’। মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্সে দর্শক আলোচনায় আছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। ঈদের তৃতীয় দিন এসে স্টার সিনেপ্লেক্সে শোর সংখ্যার দিক দিয়ে রেকর্ড গড়েছে ছবিটি। শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে। শনিবার দুপুরে ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তাঁদের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছে।
বিষয়টিকে বাংলা সিনেমার জন্য স্টার সিনেপ্লেক্সে এক দিনের শোর সংখ্যার দিক থেকে রেকর্ড বলে দাবি করছেন ‘সুড়ঙ্গ’-এর পরিচালক রায়হান রাফি। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, এটি বাংলা সিনেমার জন্য সিনেপ্লেক্সে ইতিহাস। এর আগে “পরান” ও “হাওয়া” ছবি দুটিতে প্রতিদিন সর্বোচ্চ ২৩টি শো চলেছে এখানে। এই বর্ষার দিনেও সিনেমাটি দেখতে মানুষের ঢল নেমেছে।’

গেল বছর মুক্তি পাওয়া ‘পরান’ ও ‘হাওয়া’ ছবির সঙ্গে তুলনা করে এই পরিচালক আরও বলেন, ‘গত বছর “পরান” ও “হাওয়া” ছবি দুটি সুপার হিট হয়েছে। তবে ছবি দুটি মুক্তির পর আস্তে আস্তে দর্শকের কাছে পৌঁছায়। কিন্তু ‘সুড়ঙ্গ’ ছবির চিত্র ভিন্ন। মুক্তির দিন থেকে দর্শক আলোচনা তৈরি করেছে। মাল্টিপ্লেক্স তো আছেই, চারপাশে আলোচনার কারণে সিঙ্গেল হলেও দর্শক দাপট দেখানো শুরু হয়েছে ছবিটির।’

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো
ভিডিও থেকে

এই পরিচালকের ভাষ্য, ‘“সুড়ঙ্গ”–এর জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো, ছবিটি দেখার পর দর্শকের মুখে মুখে এটি বেশি ছড়িয়ে পড়েছে। ফলে ঢাকার বাইরেও অনেক সিঙ্গেল হলে ছবিটি দেখতে দর্শকে ভরে যাচ্ছে। এ ছাড়া এই ছবির জন্য আরেকটি ভালো দিক হলো ছবিটি দেখতে নতুন নতুন দর্শক আসছেন। এতে ছবিটি সুপারহিট হতে সময় লাগবে না। আমার বিশ্বাস, এটি “পরান”কে ছাড়িয়ে যাবে।’

আরও পড়ুন

শোর সংখ্যার ব্যাপারে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় আমরা দর্শকচাহিদার ওপর তাৎক্ষণিক শোর সংখ্যা বাড়াচ্ছি, কমাচ্ছি। এখন হয়তো ৩৩টি আছে। এটি স্থায়ী নয়। দর্শক বাড়া-কমার কারণে যেকোনো সময় শো আরও বাড়তে পারে, কমতেও পারে। তবে “সুড়ঙ্গ”-এর জন্য এটি একটি রেকর্ড।’

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে ছবি মুক্তির পর লেটনাইট শোর প্রচলন থাকলেও বাংলাদেশে নেই। এবার ‘সুড়ঙ্গ’-এর দর্শক চাহিদার কারণে ঢাকার বাইরে সিরাজগঞ্জের ‘রুটস সিনেক্লাব’-এ লেটনাইট শো শুরু হয়েছে। প্রতিদিন নিয়মিত চারটি শোর সঙ্গে শুক্রবার থেকে অস্থায়ীভাবে রাত একটার শো যোগ হয়েছে।

‘সুড়ঙ্গ’ ছবির গানের দৃশ্য
সংগৃহীত

এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার দর্শকের অনুরোধে অস্থায়ীভাবে লেটনাইট শো চালু করেছি আমরা। এর আগে কখনোই আমাদের হলে সিনেমা দেখতে রাত একটার শো দেওয়া হয়নি। আগামী ৬ জুলাই পর্যন্ত এখানে প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।’ ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।

আরও পড়ুন