এখানে এত পুলিশ কেন: এফডিসির গেটে এসে শাবনূরের প্রশ্ন

এফডিসিতে শাবনূর, বাপ্পি চৌধুরী,নিরব ও পরীমনিশফিক আল মামুন

আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রবীণ-তরুণ অভিনেতা-অভিনেত্রীদের পদচারণে মুখর এফডিসি প্রাঙ্গণ। এর মধ্যেই জানা গেল, দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে হঠাৎ লাইভে এসে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন নায়িকা। লাইভটি তিনি করেছেন শাবনূরের প্রাণের এফডিসি থেকেই। গাড়িতে বসা অবস্থাতেই শাবনূর বলেছেন, ‘হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি, জানো তো, আমাদের সমিতিতে। আমাদের মিলনমেলা। ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে।’
এ সময় শাবনূরের মেকআপম্যানের এফডিসিতে প্রবেশ নিয়ে তৈরি হয় জটিলতা। অনুমতি ছাড়া মেকআপম্যানদের প্রবেশ নিষেধ। পাশাপাশি শাবনূরের গাড়িও ঘিরে ধরেন উৎসুক জনতা। অভিনেত্রী বলেন, ‘এখানে এত পুলিশ কেন?’

আরও পড়ুন

এফডিসিতে প্রবেশ করতেই নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। রুবেল বলেন, ‘বাংলাদেশের অন্যতম একজন স্টার আমার এ আদরের ছোট বোনটি।’ এরপর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে দেখা হতেই অভিনেতা বলে ওঠেন, ‘তুমি কখন এলে? অনেক দিন পর দেখা হলো রুবেল ভাইয়ের নায়িকার সঙ্গে।’ শাবনূর বলেন, ‘তোমার কী?’ রিয়াজ বলেন, ‘আজকে সবাই আনন্দঘন পরিবেশে ভোট দিলাম।’ শাবনূরও বলে ওঠেন, ‘আমাদের জুটি অমর হয়ে থাকবে।’

শাবনূর
সংগৃহীত

প্রচণ্ড ভিড় আর গরমের মধ্যে আবারও গাড়িতে উঠে পড়েন নায়িকা। একসময় চিত্রনায়ক শাকিল খানকেও ডেকে গাড়িতে উঠিয়ে নেন শাবনূর।
শাবনূর আসার খবরে এগিয়ে আসে টেলিভিশন ক্যামেরাও। নায়িকা বলেন, ‘অনেক ভালো লাগছে ভোট দিতে এসে।’ যদিও সবাইকে শান্ত থাকতে বলেন অভিনেত্রী। কথা বলার আগে ভোটটা দিয়ে আসতে চেয়েছেন নায়িকা। যদিও শাবনূর বলে কথা, শুরু হয়ে যায় হট্টগোল। তবে সব ঝামেলা কাটিয়ে একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন

আগেরবার যখন শাবনূর দেশে এসেছিলেন, তখন শোনা গেছে, তিনটি চলচ্চিত্রে অভিনয় করছেন নায়িকা। সেগুলো হলো ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’। এর মধ্যে প্রথম চলচ্চিত্রটি পরিচালনা করার কথা চয়নিকা চৌধুরীর। অন্য দুটির পরিচালক হিসেবে আরাফাত হোসাইন নামের তরুণ পরিচালকের নাম এসেছে।

আরও পড়ুন