তোমার রূপকথাতে আমি হব রাজকুমার...কতটা সাড়া ফেলেছে গানটি
শাকিব খানের জন্মদিন উপলক্ষে সিনেপাড়া আর ভক্তদের মধ্যে সাজ সাজ রব। নানা আয়োজনে নিজের ৪৫তম জন্মদিন উদ্যাপন করেছেন ‘প্রিয়তমা’ নায়ক। নিউইয়র্কের টাইমস স্কয়ারে নায়কের পোস্টার টানান ভক্তরা। জন্মদিনের আগের দিনই কোরবানির ঈদের সিনেমা ‘তুফান’র ফার্স্ট লুক প্রকাশিত হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্টার। পোস্টারে দুর্ধর্ষ গ্যাংস্টারের মতো হাজির হয়ে সবাইকে চমকে দেন ঢালিউডের বার্থডে বয়।
এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশিত হলো সিনেমার টাইটেল ট্র্যাক।
গানটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জাদুকরি রসায়নে মুগ্ধ ভক্তরা। যুক্তরাষ্ট্রের চোখজুড়ানো বিভিন্ন স্থানে হয়েছে গানের দৃশ্যধারণ। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টায় ভিউ হয়েছে ১ মিলিয়ন।
‘রাজকুমার’ গানটিও গেয়েছেন তুমুল জনপ্রিয় গান ‘প্রিয়তমা’র কণ্ঠজুটি বালাম ও কোনাল। এমনকি বছরের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হয়েছিল ‘প্রিয়তমা’। ‘রাজকুমার’ গানটিও তেমনই হবে—সেই প্রত্যাশা গায়ক-গায়িকার। আসিফ ইকবালের কথায় সুর করেছেন আকাশ সেন।
গানটি প্রকাশিত হয়েছে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে সামাজিক মাধ্যমেও তুমুল সাড়া ফেলে দিয়েছে গানটি। শাকিব–ভক্তরা খুশি, অন্তত মন্তব্য সেটা প্রমাণ করে। অনেকে এটিকে ‘প্রিয়তমা’ গানের সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ শাকিবকে দশে দশ দিলেও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির অভিব্যক্তির যথার্থতা নিয়ে তুলেছেন প্রশ্ন। অবশ্য নেট দুনিয়ায় ভিন্ন মন্তব্যও দেখা গেছে। অনেকে বলছেন, টাইটেল সং হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেনি গানটি।
অনেকে ধারণা করছেন, ‘প্রিয়তমার’ মতো ‘রাজকুমার’ও ঢাকাই চলচ্চিত্রের চাকা ঘুরিয়ে দিতে পারে এবারও।
কিছুদিন আগে গুলশানে সীমিত পরিসরে করা এক সংবাদ সম্মেলনে, ‘প্রিয়তমার’ চেয়েও ‘রাজকুমার’কে অনেকাংশেই এগিয়ে রেখেছেন শাকিব খান। বলেছেন, ‘রাজকুমার’ একটি পরিপূর্ণ ছবি। বিশ্বব্যাপী আরও বড় পরিসরে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, হিমেল বলেন, ‘এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে “রাজকুমার”–এর শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই।
বাংলাদেশি চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় “হোম অ্যালোন ”, “জন উইক ২”, “স্পাইডার–ম্যান”–এর মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন “রাজকুমার” সিনেমায়।’ হিমেল আশরাফ এ–ও লিখেছেন, ‘একটা গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্কে নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের।’
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর গল্পে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। ঈদে ‘প্রিয়তমা’র সব রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হলে পা দেবে বিগ বাজেটের এই সিনেমা।