গত মাসে কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনীতে হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শকেরা; অনেকে সিনেমাটি দেখতে না পেরে ফিরে গেছেন। তখন থেকেই সিনেমাটিকে হলে মুক্তি দেওয়ার দাবি তুলেছিলেন কলকাতার দর্শকেরা।
ভারতে সিনেমাটির পরিবেশনের দায়িত্বে থাকা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এক টুইটে জানিয়েছে, ১৬ ডিসেম্বর কলকাতা ও পশ্চিমবঙ্গের সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরপর ভারতজুড়েই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুণ্ডু প্রথম আলোকে বলেন, সাফটা চুক্তির আওতায় সিনেমাটি ভারতে মুক্তির প্রক্রিয়া চলছে। মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনো হলের তালিকা তাঁরা হাতে পাননি। ‘হাওয়া’ সিনেমার বিপরীতে কলকাতা থেকে কোন সিনেমাটি ঢাকায় আসছে, তা–ও জানাতে পারেননি তিনি। হলের পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৬ ডিসেম্বর সিনেমাটির বিশেষ প্রদর্শনী হবে বলে জানান অজয় কুণ্ড।
আগামী বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘হাওয়া’। গত ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। ছবির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটক মাঝিমাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে।
সিনেমার প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।
‘হাওয়া’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।