সাত মাস ধরে চুল কাটেননি সিয়াম...

‘জংলি’ ছবির জন্য সাত মাস ধরে চুল–দাড়ি কাটেননি সিয়াম

চলচ্চিত্রে সিয়াম ছয় বছর পার করেছেন। এ সময়ে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০২৩ সালে এই তারকার সবশেষ ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পায়। এরপর আর তাঁকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। গত বছর প্রেক্ষাগৃহে ‘জংলি’ চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে এ বছর ছবিটা মুক্তি পাবে, এমনটাই নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক। এদিকে সিয়াম জানিয়েছেন, ছবিটির চরিত্র হয়ে উঠতে তাঁকে কঠোর পরিশ্রম করতে হবে। চরিত্রটি নিজের ভীষণ ভালোবাসার বলেই এমন ত্যাগ স্বীকার করেছেন বলেও জানান এই তারকা।

আরও পড়ুন
সিয়াম আহমেদ
ছবি: প্রথম আলো

২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হয় এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। গত বছর প্রেক্ষাগৃহে যখন ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, ঠিক তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টার আসে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয়, সিয়াম অভিনীত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বছর শেষ হয়ে এলেও মুক্তির কোনো খবর দিতে পারেননি এই ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে পরিচালক এম রাহিম সূত্রে জানা গেছে, শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে। চমকের মাধ্যমে সেই ঘোষণা দিতে চান পরিচালক। এ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান।

আরও পড়ুন
‘জংলি’র পোস্টারে বুবলী ও সিয়াম
ছবি : ফেসবুক থেকে

ছবিতে নিজের চরিত্রটি প্রসঙ্গে সিয়াম ফেসবুকে লিখেছেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’

আরও পড়ুন

ফেলে আসা বছর প্রসঙ্গে গতকাল ৩১ ডিসেম্বর সিয়াম ফেসবুকে লিখেছেন, ‘এ বছরের সবটুকু যার নামে করে দিয়েছি, সেই “জংলি” নিয়ে আসছি আগামী বছর। আপনারা সিনেমা হলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের “জংলি” দেখবেন সিনেমা হলে বসে, এটাই আমার কামনা।’