দেশে এল ‘আদিম’
‘এই সিনেমায় কোনো পরিচিত মুখ নেই, আমার প্রথম কাজ। আমিও কেউ নই। তারপরও স্টার সিনেপ্লেক্সের মতো সিনেমা হল ছবিটি নিয়েছে, এটা আমার কাছে একটা কাছে ঘটনা হয়ে থাকল। দর্শক সিনেমাটি দেখবে নাকি প্রত্যাখান করবে, সেটা নিয়ে আমার ভাবনা নেই,’ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বললেন গণ–অর্থায়নে নির্মিত আদিম সিনেমার নির্মাতা যুবরাজ শামীম।
টঙ্গীতে বেড়ে ওঠা যুবরাজ শামীম একটু ফুরসত পেলেই টঙ্গী থেকে ট্রেনে চেপে নারায়ণগঞ্জে চলে যেতেন, সিনেমা নিয়ে আড্ডা দিতেন। আসা-যাওয়ার পথে নানা রকমের মানুষের সঙ্গে আলাপ হতো। এর মধ্যে কিছু চরিত্র তাঁর হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যায়। প্রথম সিনেমার চিত্রনাট্যে সেসব চরিত্রকেই তুলে আনলেন। টঙ্গীর এক বস্তিকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।
২০১৭ সালে সিনেমাটি নির্মাণের প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। সিনেমার চরিত্রকে কাছে থেকে দেখতে দিনের পর দিন বস্তিতে কাটিয়েছেন তিনি। বস্তির বাসিন্দাদের থেকেই সিনেমার শিল্পী খুঁজে নিয়েছেন যুবরাজ।
সিনেমার প্রধান চরিত্র ল্যাংড়ার ভূমিকায় অভিনয় করেছেন বাদশা। ৩৫ জনের মধ্যে থেকে তাঁকে বাছাই করা হয়। সিনেমার বাকি চরিত্রের মধ্যে সোহাগী খাতুন, দুলাল মিয়া, সাদেককেও বস্তিতেই খুঁজে পেয়েছেন নির্মাতা। নির্মাতা জানান, ছবির প্রয়োজনেই বস্তির বাসিন্দাদের দিয়ে অভিনয় করিয়েছেন, তাঁদের জীবনের গল্প তাঁরাই ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
২০১৮ সালে নির্মাণকাজ শুরু করেন তিনি। শুটিংয়ে নানা বাধাবিপত্তি পেরোতে হয়েছে। অর্থাভাবে কখনো শুটিং বন্ধও থেকেছে। শেয়ার বিক্রি করে অর্থ সংস্থান করে সিনেমার কাজ চালিয়ে গেছেন নির্মাতা। ৫৩ জন শেয়ার কিনে সিনেমার অর্থায়নে অবদান রেখেছেন। পরিচালক বললেন, ‘এখন কিছু মানুষ আমাকে চেনেন, তখন আমাকে কেউ চিনতেন না। না চিনেও আমার ওপর আস্থা রাখলেন, এটা আমার কাছে আশ্চর্য লাগে।’
সিনেমাটি নির্মাণ করতে নানা চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে, তবে এটিকে মহিমান্বিত করতে নারাজ শামীম। তাঁর ভাষ্য, ‘ভালোবেসে কোনো কাজ করলে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই যেতে হবে। শুধু আমি নই, যেকোনো সিনেমা কিংবা শিল্পীকে চড়াই-উতরাই নিয়েই কাজ করতে হবে। নিজেকে ফিল্মমেকার ভাবার চেয়ে অক্ষরজ্ঞানহীন আর্টিস্ট ভাবতেই ভালো লাগে। আমার এই যাত্রাকে গ্লোরিফাই করতে চাই না।’
৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছরের সেপ্টেম্বরে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে আদিম, এরপর আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।
আদিম নিয়ে এরপর কোথায় যাবেন? এমন প্রশ্নের জবাবে যুবরাজ শামীম বলেন, ‘এই ছবি থেকে মুক্তি চাই। পরবর্তী সিনেমাটি বানাতে চাই। মস্কোর পর অনেক ফেস্টিভ্যালে গেছে। সামনে আর এই সিনেমা নিয়ে যেতে চাই না, নতুন সিনেমা নিয়ে যেতে চাই।’
একনজরে আদিম
নির্মাতা: যুবরাজ শামীম
অভিনয়ে: বাদশা, সোহাগী খাতুন, দুলাল মিয়া, সাদেক প্রমুখ
মুক্তি: স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, ব্লকবাস্টার সিনেমাস ও সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)
পুরস্কার: নেটপ্যাক জুরি পুরস্কার, ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব