শিল্পী লিয়নকে পাওয়া গেছে
‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার মুইন্নার কথা মনে আছে? ডানপিটে ‘মুইন্না’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয় শিশুশিল্পী লিয়ন আহমেদ। ২০১৬ সালে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেন লিয়ন। তখন পরিবারের সঙ্গে টঙ্গীতে থাকত সে, বয়স ছিল ১৩ বছর।
ছবিটি নির্মাণ করেন মোহাম্মদ নূরুজ্জামান। ২০১৭ সালের জানুয়ারিতে সিনেমার দৃশ্যধারণ শেষ হয়। ২০২০ সালের শুরুর দিকে শেষবারের মতো লিয়নের সঙ্গে কথা হয়েছিল পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের। এরপর আর লিয়নকে পাননি তিনি; লিয়নের ব্যবহৃত নম্বরটি বন্ধ ছিল। তত দিনে টঙ্গীর বাড়িও বদলে ফেলেছিল লিয়নের পরিবার।
মাঝখানে চার বছর আর কোনো খোঁজ ছিল না লিয়নের। এর মধ্যে গত বছরের ১৮ আগস্ট সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমার প্রিমিয়ারে দর্শকেরাও লিয়নকে খুঁজছিলেন। বাকি শিল্পীদের পাওয়া গেলেও লিয়নের দেখা নেই। নানাভাবে চেষ্টা করেও লিয়নের সন্ধান পাননি পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।
‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য একটি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন লিয়ন। গত রোববার একটি পুরস্কার কমিটির তরফ থেকে পরিচালক নূরুজ্জামানকে বিষয়টি জানানো হয়।
গত সোমবার লিয়নের সন্ধান চেয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন পরিচালক। তিনি লিখেছেন, ‘গতকাল একটা প্রভাবশালী পুরস্কার কমিটি থেকে ফোন করে আমার কাছ থেকে লিয়নের নম্বর চেয়েছে। বলা হয়েছে, যেভাবেই হোক, আমি যেন লিয়নের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা করে দেই। অথচ বছর চারেক যাবৎ সে লাপাত্তা।’
‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীমের মাধ্যমে লিয়নকে ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় পেয়েছিলেন পরিচালক নূরুজ্জামান। কয়েক দিন ধরে যুবরাজ শামীমও লিয়নের বন্ধুদের কাছে তাঁর খোঁজ করছিলেন।
খোঁজাখুঁজির মধ্যে আজ বুধবার লিয়নের খোঁজ মিলেছে; নিজেই যুবরাজ শামীমের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে নিজের খোঁজ জানিয়েছেন লিয়ন। বিষয়টি ইতিমধ্যে পরিচালক নূরুজ্জামানও জেনেছেন।
লিয়নের বরাতে যুবরাজ শামীম আজ প্রথম আলোকে জানান, এই চার বছরে লিয়ন বিভিন্ন এলাকায় ছিলেন। এখন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছেন। তিনি কোনো মুঠোফোন ব্যবহার করেন না।
নূরুজ্জামান জানান, আগামীকাল বোর্ডবাজারে গিয়ে লিয়নের সঙ্গে দেখা করবেন তিনি।