‘তুফান’ নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী-রায়হান রাফী
ঈদে মুক্তি পেয়েছে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘তুফান’। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন এই অভিনেতা। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে উন্মাদনা ছিল দর্শক-ভক্তদের। মুক্তির আগেই দেশের বিভিন্ন হলের টিকিট দ্রুতগতিতে বিক্রি হয়ে যায়।
ঈদের দিনেও ‘তুফান’-উন্মাদনা নিজ চোখেই দেখেছেন চলচ্চিত্রটির অভিনেতা-পরিচালকসহ কলাকুশলীরা। ‘তুফান’ নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করলেন চঞ্চল চৌধুরীও।
অভিনেতা বলেন, ‘দর্শকদের যখন ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে। আমরা আমাদের ভেতর আলাদা গতি পাই, উৎসাহ পাই।
যেমন এই “তুফান” নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে খুব ভালো লাগছে। ছবিটি সুপারডুপার হিট হলে আরও বড় বড় প্রজেক্টে কাজ করব। আর সব সময়ই দর্শকদের জন্য অভিনয়টা করে যেতে চাই।’
সিনেমা হলের সামনে থেকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘এই ঈদে সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন।
এ কারণে সিনেমা ঈদের পরদিন মুক্তি দেওয়া উচিত। কোরবানি সত্ত্বেও “তুফান” নিয়ে সারা দেশে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তা সত্যি অবিশ্বাস্য।’ ‘তুফান-২’ নিয়েও আশা প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। বলেন, ‘দর্শক চাইলেই “তুফান-২” হবে।’
শুধু চঞ্চল চৌধুরীই নন, ‘তুফান’ নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান এবং পরিচালক রায়হান রাফীও। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাফী বলেছেন, ‘পয়সা উশুল সিনেমা “তুফান”। সিনেমাটি দেখলে পয়সা উশুল তো হবেই, সেই সঙ্গে আরও বেশি কিছু হবে। আমার সিনেমা দেখে কখনো কেউ ধোঁকা খাননি। “পরান”, “সুড়ঙ্গ” দর্শকদের ভালো লেগেছে। এখন “তুফান” দেখে তাঁদের বিশ্বাসটা আরও বাড়বে। উৎসবটা আসলে এখন সাইক্লোনে পরিণত হয়েছে।’