পাকিস্তানের নায়িকার পর ভারতীয় ভিলেন

বলিউড অভিনেতা রাহুল দেবইনস্টাগ্রাম থেকে

পরিচালক আসিফ ইকবালের ‘ফোর্স’ নামের সিনেমায় কদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সিনেমায় তাঁর নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার। এবার নির্মাতা জানালেন, সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাহুল দেব।

আরও পড়ুন

খবরটি নিশ্চিত করে আসিফ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘এ সিনেমার জন্য দীর্ঘদিন ধরেই একজন ভিলেন খুঁজছিলাম। দেশের দর্শকদের একজন নতুন ভিলেনের সঙ্গে পরিচিত করতে চাচ্ছিলাম। বাংলাদেশ ও কলকাতায় অনেক খুঁজেছি। রাহুলের সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল, শিডিউল মিলে যাওয়ায় গতকাল সোমবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।’

আরও পড়ুন

আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরসহ বেশ কিছু জায়গায় শুটিং হবে সিনেমাটির। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন।

মডেল ও অভিনেত্রী জারা আহমেদ
ফেসবুক থেকে