৮৮০ কোটি রুপি আয়ের ভারতীয় ছবি বাংলাদেশে মাত্র দুই হাজার ডলারে!

‘প্রহেলিকা’ ছবিতে শবনম বুবলী ও মাহফুজ আহমেদ এবং ‘স্ত্রী ২’ ছবিতে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরকোলাজ

২০২৩ সালের জুনে মুক্তি পেয়েছিল মাহফুজ আহমেদ অভিনীত ‘প্রহেলিকা’। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর চলচ্চিত্রে অভিনয়ে ফেরেন মাহফুজ আহমেদ। মুক্তির পর ‘প্রহেলিকা’ ছবিটি আলোচনায় থাকলেও কত টাকা ব্যবসা করেছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এদিকে এ বছরের ১৪ আগস্ট মুক্তির পর থেকেই ‘স্ত্রী ২’ সিনেমাটি একের পর এক সাফল্যের কাহিনি লিখে চলেছে।

অনেকের মতে, এই বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরের বিপুলসংখ্যক অনুরাগীর কারণেই ছবিটি বক্স অফিসে এভাবে দাপট দেখিয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। মুক্তির পর এই ছবি ভারতীয় বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ৮৮০ কোটি রুপি। এবার শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ ছবিটি আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। আমদানি–রপ্তানি নীতিমালায় ‘স্ত্রী ২’ ছবির বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’।

আরও পড়ুন
‘‌প্রহেলিকা’ ছবির ‘মেঘের নৌকা’ গানের দৃশ্যে বুবলী ও মাহফুজ আহমেদ
ছবি: ছবির পরিচালকের সৌজন্যে

বাংলাদেশ এবং ভারতে ‘স্ত্রী ২’ ও ‘প্রহেলিকা’ ছবি দুটির পরিবেশনায় আছে বাংলাদেশি প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। ভারতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে এসএসআর নামের আরেকটি প্রতিষ্ঠান। প্রথম সপ্তাহে ২৯০ কোটি রুপি নিট আয় করেছিল ‘স্ত্রী ২’। ভারতীয় বক্স অফিসের হিসাবে এখন পর্যন্ত ছবিটির আয় ৮৮০ কোটি রুপি ছাড়িয়েছে। ৮৮০ কোটি রুপি আয় করা ভারতীয় ছবিটি মাত্র দুই হাজারে ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে ‘দ্য অভি কথাচিত্র’। এ তথ্য দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন
‘স্ত্রী ২’ ছবির দৃশ্যে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর
ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম

‘স্ত্রী ২’ ছবিটি বাংলাদেশে আমদানির কথা নিশ্চিত করেছেন দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান। আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে তিনি বললেন, ‘আমরা বাংলাদেশে ছবিটি চালানোর জন্য অনুমতি পেয়েছি। এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আনুষ্ঠানিকতা বাকি। আগামী বৃহস্পতিবার মুক্তির অনুমতির জন্য জমা দেব। এরপরই ছবিটি প্রেক্ষাগৃহে দ্রুত প্রদর্শনের ব্যবস্থা করব। মুক্তির পর ছবিটি নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ দেখেছি। এরই মধ্যে তিন মাস পার হতে চলছে। তাই যত দ্রুত মুক্তি দেওয়া যেতে পারে, ততই ভালো হবে মনে করছি।’

আরও পড়ুন
‘‌প্রহেলিকা’ ছবির দৃশ্যে বুবলী ও মাহফুজ আহমেদ
ছবি: ছবির পরিচালকের সৌজন্যে

‘প্রহেলিকা’ ভারতে কবে মুক্তি পাবে জানতে চাইলে জাহিদ হাসান বললেন, ‘আমরা কলকাতার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেব। সেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ছবিটি মুক্তিতে সহযোগী প্রতিষ্ঠান আছে এসএসআর। মাত্রই তো পূজার ছুটি শেষ হলো। এরপর দেওয়ালির আয়োজন আছে ওখানে। এসব উৎসব ঘিরে বড় বাজেটের ছবি মুক্তি পায়। তাই এই মাসে “প্রহেলিকা” সেখানে মুক্তির কথা ভাবছি না। আগামী মাসে “প্রহেলিকা” কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি দেব।’

আরও পড়ুন
‘স্ত্রী ২’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর,পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে
ছবি: এএনআই

‘স্ত্রী ২’ ছবির এই সাফল্যের কৃতিত্ব শ্রদ্ধা কাপুরের ঝুলিতেই বেশি যাচ্ছে। নারীপ্রধান ছবি হিসেবে ‘স্ত্রী ২’ আয়ের নতুন রেকর্ড গড়েছে। ‘স্ত্রী ২’ ছবির পরিচালনা, হাস্যরস, গল্প, সংগীত, সংলাপ, ভিএফএক্স—সবকিছুই দুর্দান্ত। তার ওপর রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত অভিনয়ে মুগ্ধ সবাই। ছবিতে এই চার অভিনেতার তুলনায় শ্রদ্ধার উপস্থিতি নেহাতই কম। কিন্তু এরপরও এই ভৌতিক-হাসির ছবির সফলতার সিংহভাগ কৃতিত্ব সবাই শ্রদ্ধাকেই দিচ্ছেন।

এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ‘স্ত্রী ২’ ছবিটি। অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে মাহফুজ আহমেদ ছাড়া অভিনয় করেছেন শবনম বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ প্রমুখ।