সত্যিই কি পরিচালককে চড় মেরেছেন নায়িকা
ঢালিউডে কেউ কাজের খবর দিয়ে আলোচনায় আসেন, কেউ আবার কাজের বাইরের খবরে। সম্প্রতি তেমনই এক ঘটনায় আলোচনায় এলেন চিত্রনায়িকা ববি ও পরিচালক রাশিদ পলাশ। জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ময়ূরাক্ষী’র নায়িকা ববি চড় মেরেছেন পরিচালককে। ঢাকার নিকেতনের একটি বাসায় এ ঘটনা ঘটেছে, এমনটাই নিশ্চিত করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ কেউ।
ঈদে মুক্তি পাওয়া‘ময়ূরাক্ষী’ ছবিটি ঘিরে পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির একাধিক অভিযোগ রয়েছে। তিনি জানান, শুটিংয়ে পরিচালকের কথার সঙ্গে কাজের কোনো মিল পাননি।একাধিকবার মুক্তির দিনক্ষণ শোনা গেলেও অবশেষে গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পরই ছবির নায়িকা ববির সঙ্গে দ্বন্দ্বে জড়ান পরিচালক, যা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।
এদিকে ‘ময়ূরাক্ষী’ সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা ঠিকমতো পরিশোধ করেননি। এতে নায়িকার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব বাধে। এসব নিয়ে কথা বলার একপর্যায়ে পরিচালক রাশিদ পলাশকে চড় মারেন ববি হক। ঈদের দ্বিতীয় দিন রাতে ঘটনাটি ঘটে নিকেতনের একটি বাসায়, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কেউ কেউ। এদিকে পরিচালককে নায়িকার চড় মারার ঘটনায় চলচ্চিত্র অঙ্গনেও কানাঘুষা চলছে।
হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো? এর আড়ালে কী রয়েছে? এ রকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সময়মতো ছবিটির শুটিং শেষ করে দিতে পারেননি পরিচালক রাশিদ পলাশ। যে বাজেটে ছবির কাজ শেষ করার কথা ছিল, তার অনেক বেশি খরচ হয়েছে। ছবির জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যানেজ করে দেওয়ার কথা বলেও ব্যর্থ হয়েছেন তিনি। পরিচালক রাশিদ পলাশ কোনো কিছুই ঠিকমতো পূরণ করতে পারেননি। তবু পরিচালককে ছাড় দিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালকের এমন কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারেননি নায়িকা ববি। ফলে পলাশের সঙ্গে তাঁর দ্বন্দ্ব বাধে। ঈদের পরদিন সন্ধ্যায় নিকেতনের একটি বাসায় তাঁদের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ‘ববিকে আরও ভালোভাবে চলচ্চিত্রে উপস্থাপন করা যেত। কিন্তু তা করতে পরিচালক ব্যর্থ হয়েছেন। তিনি কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। তিনি যদি কাজের ব্যাপারে পেশাদার হতেন এবং সততা বজায় রাখতেন, তাহলে দর্শক আরও ভালো কিছু পেতে পারতেন। আমরা সব টাকা সময়মতো দিলেও শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হয়নি, এমন অভিযোগও পেয়েছি। ববি নিজেও এ–সংক্রান্ত অভিযোগ করেছেন। পরিচালক টাকা নিয়েও যদি সবাইকে না দেন, সে দায় প্রযোজনা প্রতিষ্ঠান নেবে না। কারণ, তাঁর সঙ্গে কাজ নিয়ে সবার চুক্তি হয়েছে। তা ছাড়া ছবিটি কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে, বিষয়টি ভালো লাগেনি কারোরই। আমাদের সহযোগিতা চাইলে হয়তো আরও ভালো কিছু করা যেত।’
২০২২ সালের ১ ফেব্রুয়ারি এফডিসিতে ‘ময়ূরাক্ষী’ ছবির শুটিং শুরু হয়। থেমে থেমে কয়েক দফায় শুটিং করে ছবিটির কাজ শেষ হয়। প্রেম ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত ছবিটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে ববি ছাড়া অভিনয় করেছেন দীপ, সাদিয়া মাহী, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী প্রমুখ।