২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রাজ পুরস্কার পেলে মঞ্চে উঠতেন পরীমনি

রাজ্যকে নিয়ে অনুষ্ঠানে আসেন পরীমনিপ্রথম আলো

গত বছর ‘পরাণ’ কল্যাণে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। এবারের ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এ সমালোচক ও তারকা জরিপ দুই বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন শরীফুল রাজ। অভিনেতার প্রত্যাশা ছিল, যেকোনো একটি বিভাগে, বিশেষ করে তারকা জরিপে পুরস্কার পাবেন। সেই পুরস্কার গ্রহণ করতে তাঁর সঙ্গে পরীও মঞ্চে থাকবেন। রাজ এমনটি বলেও রেখেছিলেন পরীকে। গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে যাওয়া মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪তম আসরে তাঁরা দুজনই উপস্থিত হয়েছিলেন। বেশ অনেক দিন ধরেই ব্যক্তিগত কারণে খবরে ছিলেন দুই তারকা। তাই এই পুরস্কারের অনুষ্ঠানে একসঙ্গে দুজনের আসাটা নিয়েও সংশয় ছিল।

রাজ্যকে কোলে নিয়ে শরীফুল রাজ
জাহিদুল করিম

সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরুর ঠিক আগে আগে রাজ্যকে কোলে করে অনুষ্ঠানে উপস্থিত হন পরীমনি। মিলনায়তনে প্রবেশ করে সোজা সামনের সারিতে গিয়ে বসেন।শাড়িতে হাস্যোজ্জ্বল ছিলেন এই অভিনেত্রী। সামনের সারিতে বসে পরীমনি অনুষ্ঠান উপভোগ করলেও অনেকখানি সময় রাজ্যকে খাওয়ানোর জন্য মঞ্চের পেছনে গ্রিনরুমে সময় কেটেছে তাঁর।

রাজ্যকে নিয়ে পরীমনি
খালেদ সরকার
আরও পড়ুন

অন্যদিকে রাজ ছিলেন ঢাকার আমিনবাজার এলাকায় একটি সিনেমার শুটিংয়ে। সেখান থেকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে হাজির হন তিনি। তখনো তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়নি। এসেই পরীর কোল থেকে রাজ্যকে নিয়ে দুজন পাশাপাশি বসেন কিছুক্ষণ। এরপর মঞ্চের বাঁ পাশে গিয়ে দাঁড়ান। তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণার আগপর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন

এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ—ওই ক্যাটাগরির পুরস্কার ঘোষণার পালা। সেরা গায়ক বিভাগে জয়ী সংগীতশিল্পী ও অভিনেতা এরফান মৃধা শিবলুকে সঙ্গে নিয়ে মঞ্চের বাঁ পাশে দাঁড়ান রাজ। পরী তখন মঞ্চের পেছনে গ্রিনরুমে বসে রাজ্যকে খাওয়াচ্ছেন আর পর্দায় সরাসরি অনুষ্ঠানটি দেখছেন। এক ফাঁকে এই প্রতিবেদকের কাছে পরী জানতে চান, ‘রাজ তো পুরস্কার পাচ্ছে, তাই না? আমারও প্রত্যাশা এই বিভাগে রাজই পাবে পুরস্কার। গত (বৃহস্পতিবার) কাল আমাকে রাজ বলেছে, পুরস্কার পেলে মঞ্চে গিয়ে আমাকে গ্রহণ করতে হবে পুরস্কার। পেলে অবশ্যই মঞ্চে যাব।’

রাজ্যকে নিয়ে পরীমনি
প্রথম আলো
আরও পড়ুন

মঞ্চে দুই অতিথি আফসানা মিমি ও জাহিদ হাসান খাম খুলে যখন নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পরীমনি গভীর মনোযোগে পর্দায় তা দেখছিলেন। যখন চূড়ান্ত বিজয়ী চঞ্চল চৌধুরীর নাম ঘোষণা করা হলো, পরীমনি নিজের মুখ চেপে ধরে অবাক হয়ে উপস্থিত সবার দিকে তাকাচ্ছিলেন। বললেন, ‘ইশ্‌, এইটা কী হলো। রাজের খুব প্রত্যাশা ছিল এই পুরস্কার সে পাবে। কয়েক দিন ধরে সিনেমার শুটিং করছে, কিন্তু মন পড়ে আছে এই অনুষ্ঠানে, এই পুরস্কারে।’ কথা শেষ করেই গ্রিন রুমের বাইরে আসেন পরীমনি।

সন্তান রাজ্যসহ শরিফুল রাজ ও পরীমনি
ছবি : ফেসবুক

রাজ ততক্ষণে শিবলুকে সঙ্গে নিয়ে মঞ্চের পেছন দিয়ে বের হয়ে গেছেন। পরীমনি আফসোস করে বলেন, ‘পুরস্কার পায়নি তো কী হয়েছে। ভালো কাজ করতে থাকলে একসময় না একসময় পুরস্কার পাবেই।’

আরও পড়ুন