ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় শাবনূরের আবেদন

বিপন্ন মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূরকোলাজ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ‘ক্ষতবিক্ষত’ দেশের উপকূলীয় অঞ্চল। এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বেশির ভাগই গাছ ও দেয়ালচাপা পড়ে নিহত হয়েছেন। মারা গেছে বহু গবাদিপশু। আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। ভেসে গেছে কৃষকের কষ্টের ফসলসহ বহু মাছের ঘের। বাঁধ ভেঙে সাগরের লবণাক্ত পানির প্রবেশ এবং সুপেয় পানির উৎস তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাওয়ার পানির তীব্র সংকট। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগও। এখনো বিদ্যুৎ–বিচ্ছিন্ন বহু এলাকা।

রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর এখন জরুরি সাহায্য প্রয়োজন। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানো দরকার। পাশাপাশি নতুন করে ক্ষতিগ্রস্ত বাড়িঘরও নির্মাণে প্রয়োজন সহায়তা।

শাবনূর
ছবি : পরিচালকের সৌজন্যে

দুর্গতদের সাহায্যে প্রতিবারই এগিয়ে আসেন দেশের বহু মানবিক মানুষ। তাঁদের সঙ্গে আছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এরই মধ্যে দেশের বিপন্ন মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা শাবনূরও। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মানবিক আবেদন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দেওয়া পোস্টে নায়িকা লিখেছেন, ‘আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ।’