আমরা সততা দিয়ে ছবিটি বানিয়েছি : শ্যাম বেনেগাল
‘ভালো লাগছে। আমার যা করার ছিল, তা আমি করেছি। এবার বাংলাদেশের দর্শক বলবেন তাঁদের কেমন লেগেছে। আমরা অনেক পরিশ্রম করে ছবিটি বানিয়েছি। আমাদের কাছে ছবিটি অবশ্যই ভালো। আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে।
দেখি বাংলাদেশের দর্শক কেমন প্রতিক্রিয়া দেন। তাঁর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) পরিবারের সবার কী রকম লাগে। তারই অপেক্ষায় আছি,’ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুক্তি উপলক্ষে প্রথম আলোকে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান পরিচালক শ্যাম বেনেগাল।
ছবিটি মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন না বলেও জানান শ্যাম, ‘আমি মুম্বাইয়ে আছি। ঢাকায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার শরীরটা ভালো নেই।’ দীর্ঘ সময় ধরে এ ছবির কাজ করছেন।
ছবিটি তাঁর জন্য বিশেষ কি না, জানতে চাইলে পরিচালক আরও বলেন, ‘আমরা সততা দিয়ে ছবিটি বানিয়েছি। এখন দর্শকের ভালো লাগবে না খারাপ লাগবে, সেটাই বড় কথা।’ ছবির অধিকাংশ অভিনয়শিল্পীই বাংলাদেশের।
তাঁদের নিয়ে এই পরিচালক আরও বলেন, ‘আমাদের একসঙ্গে এক লম্বা ভ্রমণ ছিল। তাঁদের সঙ্গে কাজ করে দারুণ মজা পেয়েছি। আমি খুবই উপভোগ করেছি। তাঁরা প্রত্যেকে অভিনেতা হিসেবে অত্যন্ত ভালো। ছবির অনেকটা অংশের শুটিং মুম্বাইয়ে হয়েছে, বাংলাদেশেও শুটিং করেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।’