প্রেম নিয়ে পরীমনি যতটা খোলামেলা, সাদী ততটাই চুপচাপ
আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই বেশ অকপট। ক্যারিয়ারের কোনো পর্যায়ে প্রেম বিষয়ে রাখঢাক ছিল না তাঁর। একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, বিয়েও করেছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এবার তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমে মজেছেন ঢালিউডের আলোচিত এই তারকা।
তাঁদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। দুজনের বাসায় দুজনের যাতায়াত। সাদীর মা পরীমনির জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন, তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়েও দিচ্ছেন পরীমনি। আবার দেখা যাচ্ছে, শেখ সাদী যখন ঢাকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, পাশের আসনে বসা পরীমনি। এত কিছুর পরও শেখ সাদী নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছুই বলেননি। তবে পরীমনি এসবকে মোটেও পাত্তা দেন না। তিনি তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানান কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন। বিষয়টা অনেকটা এমন, আমি প্রেম করে ভালো আছি, তাতে কার কি!
গতকাল শুক্রবার পরীমনি তাঁর ফেসবুক আইডির কভার ফটো বদল করেছেন। সেখানে নতুন একটি স্থিরচিত্র স্থান করে নিয়েছে।
পরীমনি ও সাদীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, কভার ফটোতে পরীমনি যাঁর বুকে মাথা রেখেছেন, তিনি শেখ সাদী। মনের মানুষকে আস্তে আস্তে সবার কাছে পরিচিত করে তুলছেন ইশারা ও ইঙ্গিতে। তবে সাদীকে এখন পর্যন্ত এ রকম কোনো কর্মকাণ্ড করতে দেখা যায়নি।
পরীমনির ফেসবুক আইডির কভার ফটোতে দেখা গেছে, তাঁর পরিবারের সদস্যরাই সেখানে জায়গা পেয়েছে। কখনো তাঁর সঙ্গে নানা, কখনো ছেলে রাজ্য, আবার কখনো সাবেক চিত্রনায়ক স্বামী শরীফুল রাজ। তাই এটা মোটামুটি নিশ্চিত, নতুন এই কভার ফটোতে যে মানুষটির বুকে মাথা রেখেছেন, তিনি তাঁর অতি আপন কেউ। খুব শিগগির লুকিয়ে রাখা মুখটি প্রকাশ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
পরীমনি তাঁর কভার ফটোর ক্যাপশনে লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে...আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...।’ সবার একটাই কথা, তাহলে পরীমনির নতুন এই প্রেমিক কে? নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায়, সে আর কেউ নন, পরীমনির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী। হাতে থাকা ঘড়ির কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে। কারণ হিসেবে, তরুণ গায়ক শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে কথা প্রসঙ্গে শেখ সাদী এই স্থিরচিত্র প্রসঙ্গে বারবার জানতে চাইলে একটা কথাই বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আমার ব্যক্তিগত কোনো বিষয় মিডিয়াতে জানাতে চাই না।’
পরীমনি ও শেখ সাদীর সম্পর্ক বেশ কিছুদিন ধরে লুকিয়ে চলতে থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। একটি মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরে সেই মামলায় জামিন নিতে আদালতে দারস্থ হন এই চিত্রনায়িকা। এদিন চিত্রনায়িকা পরীমনির সঙ্গে কয়েকজন তরুণকে দেখা গেছে। তবে পরীমনির জামিনদার হন তরুণ গায়ক শেখ সাদী। এর পর থেকে তাঁদের প্রেমের সম্পর্কের খবরটি প্রকাশ্যে আসে। পরীমনির কথাবার্তায় বোঝালেও শেখ সাদী তা–ও করেননি। এখনো চুপচাপ। এদিকে সাদীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, সাদী প্রেম করলেও তা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তিনি তাঁর মতো কাজ করে যেতে চান। সম্পর্ক তাঁর কাছে খুব মূল্যবান একটা বিষয়, তাই এটি নিয়ে কথা বলতে চান না। বন্ধুদের আড্ডায়ও এসব নিয়ে কোনো কথা হয় না।
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। পরীমনি তাঁর সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তাঁর মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। লম্বা সময় আলাদা থাকার বিষয়ে পরীমনি ও রাজ গণমাধ্যমকে পরিষ্কার করেছেন।
এদিকে শেখ সাদী প্রসঙ্গে গেল মাসে কথা প্রসঙ্গে প্রথম আলোকে পরীমনি বলেছেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’ আর তখন শেখ সাদী বলেছিলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ–আপদে মানুষের পাশে থাকেন। আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।’
এ বছরের জানুয়ারিতে পরীমনির ফেসবুক পেজে দেখা যায়, শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমনি লিখেছেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’ এ ছাড়া পরীমনির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে পরীমনির কাছে প্রশ্ন ছিল, শেখ সাদীর সঙ্গে সম্পর্কটা কী? এমন প্রশ্নে চলচ্চিত্রের আলোচিত এই তারকা দুজনের সম্পর্কের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’