মিশা সওদাগরের দৃষ্টিতে যেভাবে তামিম ও সাকিব ইস্যুর সমাধান হতে পারে

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
খল চরিত্রের অভিনেতা মিশা সওদাগর ক্রিকেট খেলোয়াড় তামিম ও সাকিব ইস্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ, একটা কথা তো আমরা সবাই জানি, যত বাড়বে বিভক্তি, ততই কমবে শক্তি। আমাদের সবচেয়ে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা, এখানে তামিম, সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা, ত্যাগ থাকলে সবই সম্ভব। উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’ ছবি: ফেসবুক
২ / ৫
অভিনেতা আশিস খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমরা অপেক্ষায় আছি হাসান আজিজুল হক।’ ছবি: ফেসবুক
৩ / ৫
আজ বনানীতে গান শোনাবেন শাফিন আহমেদ। চলছে শেষ মুহূর্তের অনুশীলন। ছবিটি পোস্ট করে ভক্তদের সেই খবর জানালেন। লিখলেন, ‘দেখা হবে বনানী।’ ছবি: ফেসবুক
৪ / ৫
ছবিটি পোস্ট করে অভিনেত্রী চাঁদনি লিখেছেন, ‘আমি খুবই গর্বিত যে আমার গুরু শিবলী মোহাম্মদের সঙ্গে পারফর্ম করছি। এটা আমার জন্য আশীর্বাদ।’ ছবি: ফেসবুক
৫ / ৫
তরুণ গায়ক তাসরিফ খান লিখেছেন, ‘আগে অপেক্ষা করতাম তামিম, সাকিবের খেলা দেখার জন্য। এখন অপেক্ষা করতে হয় তাঁদের ভিডিও দেখার জন্য। তাঁরা ক্রিকেটার নাকি কনটেন্ট ক্রিয়েটর?’ ছবি: ফেসবুক