বুসানে বাংলাদেশের দুই ছবি
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ বুধবার। এবারের আসরে আলাদা দুটি বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি সিনেমা। একটি মাকসুদ হোসাইনের ‘সাবা’ ও অন্যটি ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা প্রকল্প ‘ঢাকার নাগিন’।
উৎসবের ‘আ উইন্ডো অব এশিয়ান সিনেমা’ শাখায় ‘সাবা’ সিনেমার এশিয়ান প্রিমিয়ার হবে। প্রিমিয়ারে অংশ নিচ্ছে সাবার পরিচালক মাকসুদ হোসাইন ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক জানান, ‘উৎসবের মূল প্রতিযোগিতা নিউ কারেন্টস বিভাগে আমাদের সিনেমাটি নির্বাচিত হয়েছিল। একই সময়ে টরন্টো উৎসবে মনোনয়ন পায় ‘সাবা’। আমাদের প্রথম পছন্দ ছিল টরন্টো।’ পরে তারা বুসান থেকে সিনেমাটি উঠিয়ে নেয়। টরন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে সাবার আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। পরে বুসান কর্তৃপক্ষ সিনেমাটিকে ‘আ উইন্ডো অব এশিয়ান সিনেমা’ শাখায় প্রদর্শনীর সুযোগ দেয়।
মাকসুদ বলেন, ‘তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করছি, টরন্টোর মতো বুসানেও আমাদের সিনেমাটি গ্রহণ করবেন দর্শক।’
অন্যদিকে উৎসবের গুরুত্বপূর্ণ অংশ বুসান ফিল্ম বাজারের ‘এশিয়ান প্রজেক্ট মার্কেটে’ নির্বাচিত হয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর পরবর্তী সিনেমা প্রজেক্ট ঢাকার নাগিন। তিনি ফিল্ম বাজারে আগত বিশ্বের বড় বড় প্রযোজকের কাছে তুলে ধরবেন সিনেমাটির অর্থায়ন, নির্মাণ, বণ্টনসহ নানা পরিকল্পনা। মনোনীত হলে মিলে যেতে পারে সিনেমা নির্মাণের ন্য প্রযোজকসহ যাবতীয় সুযোগ। তরুণদের শুরুর দিকের সিনেমা নির্মাণে অনেকটাই ভরসার জায়গা এই ফিল্ম বাজার।
ইকবাল হোসাইন বলেন, ‘আশা করছি, ফিল্ম বাজার থেকে আমরা ভালো সাড়া পাব। যদিও এটি অনেক কঠিন। দেখা যাক নতুন কী অভিজ্ঞতা হয়।’ সিনেমা বাজারে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০টি সিনেমা নির্বাচিত হয়েছে। পরিচালক জানান, সিনেমার প্রযোজক তুহিন তমিজুলসহ আগামীকাল বৃহস্পতিবার উৎসবে অংশ নিতে বুসানে যাবেন। তমিজুল ইকবাল হোসাইন চৌধুরীর প্রথম ছবি ‘বলী’র চিত্রগ্রাহক।
বাংলাদেশের তিনটি সিনেমা গত বুসান চলচ্চিত্র উৎসবের মূল দুটি প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল। প্রথমবারের মতো সেবার নিউ কারেন্টস বিভাগে একসঙ্গে ইকবালের বলী ও বিপ্লব সরকারের আগন্তুক নামের দুটি সিনেমা প্রতিযোগিতা করে। এ ছাড়া কিম জিসোক শাখায় প্রতিযোগিতা করে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ । নিউ কারেন্টস বিভাগের সেরা পুরস্কার জেতে ‘বলী’।
বুসান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে এ বছর ৬৩টি দেশের ২৭৯টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবে এবারই প্রথম স্ট্রিমিং সার্ভিসের কোনো সিনেমাকে উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে। পার্ক চ্যান-উক প্রযোজিত ‘আপরাইজিং’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন কিম সাং-মান। উৎসবের শেষ দিন সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। উৎসবে নিউ কারেন্টস বিভাগের জুরি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফ। ১১ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব। প্রজেক্ট মার্কেটের আসর বসবে ৫ থেকে ৮ অক্টোবর।