‘শুভ ভাই অমানুষিক কষ্ট করেছেন’
চরিত্রের প্রয়োজনে হলিউড, বলিউডের তারকাদের শারীরিক পরিবর্তন প্রায়ই দেখা যায়। সিক্স প্যাক লুকে আবির্ভূত হন ড্যানিয়েল ক্রেগ, ব্রাডলি কুপার, শাহরুখ খান, হৃতিক রোশন। কিন্তু ঢালিউড তারকাদের এমন লুক তেমন একটা দেখা যায় না। চিত্রনায়ক আরিফিন শুভর মধ্যেও সেই আফসোস ছিল। তাঁর ভক্তদেরও চাওয়া ছিল। আগেই মিশন এক্সট্রিম ছবিতে নিজ উদ্যোগে ভক্তদের সেই ইচ্ছা পূরণ করেছিলেন শুভ। এবার সেই ছবিরই ্দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’–এ আরও পূর্ণাঙ্গ লুকে এসেছেন শুভ।
সিনেমার জন্য সিক্স প্যাক বানাতে হবে, এমন কোনো শর্ত তখন ছিল না। পরিচালক শুধু বলেছিলেন, ‘শুভ ভাই, শারীরিক ফিটনেসটা থাকলে ভালো হতো।’ তখন শুভর মাথায় আসে চরিত্রটি নিয়ে দর্শকদের সামনে নতুনভাবে আসতে হবে। শুরু হয় নতুন চেহারা গড়ার লড়াই। এ জন্য দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে নিজেকে ভেঙেছেন। শারীরিক এই পরিবর্তন নিয়ে শুভ বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা। বাজেট কম, টেকনিক্যাল বিষয়গুলো সেভাবে আসে না। যখন পরিচালক ফিটনেসের কথা বললেন, তখন মনে হলো আমার জায়গা থেকে সুযোগটা কাজে লাগিয়ে নতুন কিছু করব। দর্শক আমাকে দেখার জন্য কষ্ট করে সিনেমা হলে এলে আমি কেন তাঁদের জন্য আমার সেরাটা দেব না?’
সিনেমাটি নিয়ে দর্শকদের কাছে প্রত্যাশা কী, এমন প্রশ্নে শুভ বলেন, ‘সিনেমার জন্য দেড়টা বছর কষ্ট করেছি। আশা তো থাকতেই পারে। কিন্তু কষ্ট করলেই তো আর কেষ্ট মেলে না। দর্শকদের বলব, বাংলা সিনেমায় নতুন এই চেষ্টায় আপনারা পাশে থাকলেই ঢালিউডে আন্তর্জাতিক মানের সিনেমার বানানো সম্ভব হবে।’ মিশন এক্সট্রিম–এই তো আপনাকে সিক্স প্যাকের লুকে দেখা গেছে। এবার নতুন কী? এমন প্রশ্নে শুভ বলেন, ‘আগে ছবিটিতে আমার সিক্স প্যাক সেভাবে আসেনি। এবারের গল্পে দর্শক সম্পূর্ণ লুকটা দেখতে পারবেন।’
দীর্ঘ বিরতি দিয়ে আবার পর্দায় ফিরেছেন জান্নাতুল ঐশী। সিনেমায় ঐশীকে প্রথম কিস্তির চরিত্রেই দেখা গেছে। তবে এবারের মিশন একদমই আলাদা বললেন এই চিত্রনায়িকা। শারীরিক অসুস্থতার কারণে সিনেমার প্রচারণা থেকে দূরে রয়েছেন। তিনি বলেন, ‘প্রতিবার সিনেমা মুক্তির আগে চিন্তা হয়। কিন্তু চিন্তা করে তো লাভ হয় না। কিছু একটা হবেই। আমি বলব, সিনেমার জন্য শুভ ভাই অমানুষিক কষ্ট করেছেন। দীর্ঘ সময় ধরে তাঁকে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশের সিনেমায় প্রথমবার এমন লুকে আসছেন শুভ ভাই।’
‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রথম যুদ্ধ ছিল আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের বিরুদ্ধে। সেই গল্পের শেষে আঁচ দেওয়া হয়েছিল, আবারও যুদ্ধে ফিরবেন শুভ। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলারে ফুটে উঠেছে সেই মিশনের খণ্ড খণ্ড চিত্র। সিকুয়েলটি নিয়ে পরিচালকদের একজন সানি সানোয়ার বলেন, ‘এবারের গল্পটি আগেরটির চেয়ে একদমই আলাদা। আগের সিনেমায় দর্শক বড় একটা অংশজুড়ে সূচনা পর্ব দেখেছেন। সেখানে পরিসর ছিল কম, এবার শুরু থেকেই সাসপেন্স, থ্রিল আর চমক। বিনোদনের সব উপকরণ দিয়ে গল্প সাজানো।’
বাংলাদেশের সিনেমায় সব সময়ই একটা বাজেটের স্বল্পতা থাকে। সেখানে বড় বাজেটে সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, কম বাজেটেই কাজ শেষ করব। কিন্তু আমাদের দর্শক এখন আন্তর্জাতিক সিনেমা দেখতে চান। সে কারণেই আমরা বড় বাজেটে সিনেমাটি বানানোর ঝুঁকি নিয়েছি।’
নতুন বছরের প্রথম চলচ্চিত্র ব্ল্যাক ওয়ার। যৌথভাবে পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। পরিচালক সানোয়ার জানান, ঢাকা ও ঢাকার বাইরে ৪৪টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। সিনেমায় শুভ, ঐশী ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেন, সাদিয়া নাবিলা, মাজনুন মিজান, তাসকিন রহমান।