উৎসবে ‘ফাতিমা’, দেখার আমন্ত্রণ জানালেন ফারিণ

‘ফাতিমা’ চলচ্চিত্রের শুটিংয়ের তাসনিয়া ফারিণ ও সুমিত সেনগুপ্তছবি : পরিচালকের সৌজন্যে

২৩তম আসর প্রায় শেষ হতে চলল। আগামীকাল রোববার পর্দা নামবে উৎসবের। দেশি-বিদেশি সিনেমা দেখতে ইতিমধ্যে উৎসবস্থলে প্রতিদিনই ভিড় করছেন সিনেমাপ্রেমী মানুষ। বিশেষ করে ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগের ছবিগুলো দেখতে দর্শকের বেশি আনাগোনা দেখা যাচ্ছে। এ শাখায় দেখানো হয়েছে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি।

তারই ধারাবাহিকতায় উৎসবের অষ্টম দিন আজ শনিবার সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এই ছবির মধ্য দিয়ে সিনেমায় পা রাখেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
প্রদর্শনী শুরুর আগে হবে সংবাদ সম্মেলন।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদ সম্মেলনে ‘ফাতিমা’ নিয়ে কথা বললেন নির্মাতা ধ্রুব হাসান ও ফারিণ। প্রদর্শনীতে দর্শকের সঙ্গে বসে ‘ফাতিমা’ দেখবেন তাঁরা। এদিকে এক ফেসবুক পোস্টেও সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন ফারিণ।

সিনেমাটি ইতিমধ্যে বেশ কিছু উৎসব থেকে সম্মাননা ও প্রশংসা পেয়েছে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হওয়ার পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। পরে সিনেমাটি উৎসবে পুরস্কারও জিতে নেয়। শুধু তা-ই নয়, ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। উৎসব ঘুরে আসা ছবিটি গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

আরও পড়ুন

ছবিটিতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।