ভারতে যাবে ‘সুড়ঙ্গ’, অস্ট্রেলিয়ায় ৭ জুলাই মুক্তি

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো
ছবি : চরকির সৌজন্যে

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে রায়হান রাফীর সিনেমা ‘সুড়ঙ্গ’। সাধারণ দর্শক থেকে সমালোচকদের বেশির ভাগই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। নতুন খবর, বাংলাদেশে পর ছবিটি মুক্তি পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মসের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশে মুক্তির আগে থেকেই আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ছবিটির পোস্টার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে আসছিল শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস।

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো ও তমা মির্জা
ছবি : চরকির সৌজন্যে

তখন থেকেই অনেকে ধারণা করছিলেন, ছবিটি হয়তো পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। চার দিন আগে প্রযোজনা সংস্থাটির একটি পোস্টে সেটিই নিশ্চিত হলো।

আরও পড়ুন

শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস ‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছে, ‘মাসুদ কত দূর যাবে নিজের ভালোবাসা ময়নার জন্য...প্রথমবার আসছে বড় পর্দায় আফরান নিশো, খুব শিগগির দেখা হবে সিনেমা হলে। শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।’ তবে কবে ছবিটি ভারতে মুক্তি পাবে, সেটা জানা যায়নি। তবে ভারতে না হলেও বেশ কয়েকটি দেশে ‘সুড়ঙ্গ’-এর মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।

গত শনিবার পরিচালক রায়হান রাফী প্রথম আলোকে জানান, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি চূড়ান্ত হয়েছে। ৭ জুলাই মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে।

ঢাকার একটি লোকেশনে ‘সুড়ঙ্গ’ ছবির এই গানের শুটিং হয়েছে
সংগৃহীত

আর ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায়। এরপর ২৮ জুলাই একযোগে যুক্তরাষ্ট্রের সব কটি শহরে মুক্তি পাবে এই ছবি। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহের ২৫টি শোর ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

রাফী বলেন, ‘পৃথিবী এখন গল্পনির্ভর কনটেন্ট এন্টারটেইনিংভাবে উপস্থাপন এবং শিল্পীদের উপযুক্ত অভিনয় দেখতে চায়। যার সব উপকরণ “সুড়ঙ্গ”-এর মধ্যে আছে। ছবিটি নিয়ে দেশের দর্শকের মাতামাতির খবর বাইরের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে পৌঁছে গেছে। এ কারণে সেখানকার বাংলা ভাষাভাষীর মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। তা ছাড়া আফরান নিশোর প্রথম সিনেমা এবং “পরাণ” দেখার পর আমার পরিচালনার ওপর একটা বিশ্বাস তৈরি হয়েছে সেখানকার দর্শকের। এসব মিলিয়ে আগ্রহ একটু বেশি। কারণ, এর আগে “পরাণ” ছবি ওই সব দেশে বসবাসরত বাঙালিদের মন জয় করেছে।’

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো
ভিডিও থেকে

এ ছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে ছবিটির মুক্তির প্রক্রিয়া চলছে।