যাদের কথা বলা হচ্ছে তারা আমার ছোট ভাইবোন: অমিত হাসান
সম্প্রতি দেশের চলচ্চিত্র প্রসঙ্গে নানা বিষয় নিয়ে প্রথম আলোর মুখোমুখি হন চিত্রনায়ক অমিত হাসান। তাঁর কথায় উঠে আসে সমসাময়িক চলচ্চিত্রের নানা প্রতিবন্ধকতার কথা। একই সঙ্গে কীভাবে এই প্রতিকূল অবস্থা পেরোনো যায়, সেসব কথা। কিন্তু সাক্ষাৎকারের বক্তব্যকে অনেকেই ভিন্নভাবে প্রকাশ করেছেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।
অমিত হাসান বলেন, ‘অনেকেই বক্তব্যের কিছু অংশ কেটে সেটাই তাদের ফেসবুকে পোস্ট করেছে। কেউ কেউ সেটাই নানা গ্রুপে পোস্ট করছে। যাদের নিয়ে কথা বলেছি, তারা আমার ছোট ভাইবোনের মতো, কিন্তু কেউ কেউ সম্পর্ককে নষ্ট করতে চাইছেন। কোনো কিছু বিস্তারিত না দিয়ে শুধু এক লাইন কেটে মনের মতো করে প্রকাশ করার অর্থ মনগড়া খবর প্রকাশ করা। আমি যে বিস্তারিত কথা বলেছি, সেটা অন্যরাও প্রকাশ করলে এই প্রশ্ন উঠত না।’
এ প্রসঙ্গে অমিত হাসান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অতীব দুঃখের সঙ্গে দেখলাম, আমার সাক্ষাৎকারটিকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক অনলাইন পত্রিকা বিভিন্নভাবে ওই নিউজ থেকে কেটে কেটে তাদের মতো করে মনগড়া হেডিং দিয়ে নিউজ করছে। এতে একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর সম্পর্ক নষ্ট ছাড়া আর কিছুই হয় না। যেভাবে একটি খবর থেকে আরও খবর প্রকাশিত হচ্ছে, কথাগুলো সেভাবে বলা হয়নি। এগুলো দেখে মনে হচ্ছে, দু-একজনকে ইচ্ছাকৃতভাবেই তাদের উদ্দেশ্যই শুধু বলা হয়েছে; আসলে তা নয়।’
বর্তমানে ঢালিউডে সিনেমা কম। সিনেমা হলও কম। তার মধ্যেও তরুণেরা অনেকেই চেষ্টা করে যাচ্ছেন। তাঁদের মধ্যে থেকেই নতুনেরা বের হয়ে আসবেন। তাঁদের পাশে থাকার আহ্বান জানালেন অমিত হাসান। তিনি বলেন, ‘কথার পরিপ্রেক্ষিতে অনেক কথাই আসতে পারে। যাদের কথাগুলো বলা হচ্ছে, তারা আমার ছোট ভাইবোন। চলচ্চিত্রে তারা আমার পরে এসেছে। তাদের সঙ্গে সম্পর্ক আমার অনেক ভালো আশা করি। সেখান থেকে কিছু অংশ কেটে নিউজ করার কারণে একটা ভুল–বোঝাবুঝি তৈরি হবে। প্লিজ, উল্টাপাল্টা নিউজের হেডিং দিয়ে সম্পর্ক নষ্ট করবেন না।’