শাহরুখের ‘জওয়ান’–এর সঙ্গে ঝন্টুর ‘সুজন মাঝি’ কত হল পেল

মুক্তি পেয়েছে দুই সিনেমাটি। ছবি: ফেসবুক

দেশের প্রেক্ষাগৃহে কোন সিনেমা মুক্তি পাচ্ছে এটা নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউড অঙ্গন। অবশেষে মুক্তি পেয়েছে দুই সিনেমাটি। মুক্তির পথ থেকে পিছিয়ে গিয়েছে আরও দুটি সিনেমা। মুক্তি পাচ্ছে একটি শাহরুখ খানের ‘জওয়ান’। অন্যটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’। অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন শেষ মুহূর্তে ‘সুজন মাঝি’ মুক্তি পাবে না। কিন্তু কথা রেখেছেন পরিচালক।

‘জওয়ান’–এ শাহরুখ। ফেসবুক থেকে

‘জওয়ান’ মুক্তির খবর প্রকাশ পাওয়ার পর থেকেই পরিচালক দেলোয়ার জাহান জানিয়েছিলেন তাঁর সিনেমা মুক্তি দেবেনই। এমনকি হলের সংখ্যা হাতে গোনা দু–একটি হলেও তিনি সিনেমা মুক্তির তারিখ পরিবর্তন করবেন না। শেষ মুহূর্তে তা–ই হলো। একটি নয়, দেশের ১৯ সিনেমা হলে আজ থেকে ‘সুজন মাঝি’ মুক্তি পেয়েছে।

‘সুজন মাঝি’ সিনেমার দৃশ্যে নিপুণ ও ফেরদৌস
ছবি: ফেসবুক

পরিচালক জানান, ‘সুজন মাঝি’ গ্রামীণ পটভূমির গল্প। তিনি মনে করেন, এখনো গ্রামের মানুষ গ্রামের গল্প দেখতে চায়। এই প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখনো আমার কাছে মনে হয় মানুষ গ্রামের ছবিই বেশি দেখে। আমরা তাঁদের কথা ভেবেই সিনেমাটি বানিয়েছি। এ দেশের সাধারণ মানুষ আগেও আমাদের সিনেমা দেখেছে, এখনো দেখবে। কিন্তু সেই পরিবেশটা করে দিতে হবে। এখনো দেখা যাক, দর্শক কী বলেন।’

দেলোয়ার জাহান ঝন্টু
ছবি: ফেসবুক

এদিকে আজ থেকে ভারতের সিনেমা ‘জওয়ান’ দেশের ৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রতিদিন ২৩৭টি শো হবে। অন্যদিকে একই দিনে ‘অন্তর্জাল’ ও ‘দুঃসাহসী খোকা’ সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু শাহরুখের ‘জওয়ান’ সিনেমা মুক্তির তালিকায় যোগ হওয়ায় সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির তারিখ পরিবর্তন করে।