বাংলাদেশের মানুষের ঐক্য এখানে, এটাই আমাদের সৌন্দর্য, বললেন সিয়াম
স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। পানিতে নিমজ্জিত দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ ৯ জেলা। এরই মধ্যে ডুবে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। এই মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন শোবিজ তারকাও। এবার নিজেদের উদ্যোগের কথা জানালেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক সিয়াম আহমেদ ও তাঁর স্ত্রী অবন্তী। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নিজেদের উদ্যোগের কথা জানান তাঁরা।
‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামে পোস্ট করা ভিডিওতে সিয়াম বলেন, ‘গতকাল এক ভিডিওতে দেখলাম, এক ছোট বাবু তার জমানো ১৪ হাজার ৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে।
আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের সৌন্দর্য। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা অনুদান দিতে যাচ্ছি। কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’
সিয়াম আরও বলেন, ‘অনুদানের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা।’
এ সময় সিয়ামের পাশে বসা তাঁর স্ত্রী অবন্তী বলেন, ‘আমি চলতি মাসের আয় অনুদান দিচ্ছি।’ এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রাণীদের পাশেও দাঁড়ানোর আহ্বান জানান। প্রাণী অধিকার নিয়ে যেসব সংস্থা কাজ করছে তাদেরও অনুদান দেবেন বলে জানান সিয়াম-অবন্তী।
২ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও বার্তায় সিয়াম আরও বলেন, ‘প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদের বলব, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।’