স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশাররফ করিম

মোশাররফ করিমের সঙ্গে তরুণ নির্মাতা তাহুয়া লাভিবনির্মাতার সৌজন্যে

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ছোটগল্প ‘মহাশূন্যে সাইকেল’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গল্পের কেন্দ্রীয় চরিত্র রেজাউল করিমের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

মোশাররফকে নিয়ে একই নামে স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাহুয়া লাভিব।

স্বাধীন এ ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছেন মোশাররফ করিম। একদল তরুণের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘অনেক দিন পর আজ খুব ভালো লাগছে।’

১৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে
নির্মাতার সৌজন্যে

১৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে। গতকাল প্রথম আলোকে নির্মাতা তাহুয়া লাভিব বলেন, ‘মোশাররফ করিম পুরোপুরি রেজাউল করিমে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। একজন মোশাররফ করিমকে আমাদের প্রথম ছবিতে অভিনেতা হিসেবে পেয়ে মনে হলো জীবনের প্রাপ্তির খাতায় বিশেষ কিছু যোগ হলো।’

পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৃত্তিকা হক, জুয়াইরা মেহেজাবিন, তাহুয়া লাভিব, জয়ন্ত ত্রিপুরা, আরশাদ হাবিব, অর্ণব সিদ্দিকী।

আরও পড়ুন

চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন মাজাহারুল রাজু। মোশাররফ করিম ছাড়া এতে আরও অভিনয় করছেন সায়মা সিরাজি ও রাহাত।

সায়েম জয় একটি গান গেয়েছেন আর সম্পাদনা করছেন জাহিদ আহমদ। আগামী জানুয়ারিতে চলচ্চিত্রটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে।


এর আগে নির্মাতা ফজলুল তুহিনের সরকারি অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তুরা। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় মোশাররফ করিমও অভিনয় করেছেন।