মাইকে ঘোষণা, চলিতেছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’...

যশোর ‘পাঠান’ এর প্রচার চলছে

শুক্রবার দুপুরের চিত্র। শহরের নানা জায়গায় মাইকে শোনা যাচ্ছে, ‘চলিতেছে...। মণিহার প্রেক্ষাগৃহে; বলিউড কিং খান শাহরুখ আর গ্ল্যামার গার্লস দীপিকা পাড়ুকোন অভিনীত ভারতবর্ষের সাড়াজাগানো সুপারহিট নতুন হিন্দি সিনেমা “পাঠান”...চলিতেছে...।’

শুক্রবার মণিহারে দুটি শো চালানো হয়েছে
প্রথম আলো

যশোরে বলিউডের সিনেমা প্রদর্শনের এমন জাঁকজমক প্রচারণা এবারই প্রথম দেখা গেল। তবে এত ঢাকঢোল পিটিয়ে প্রচার চালালেও আশানুরূপ সাড়া মেলেনি।  ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে সাড়া ফেললেও যশোরের চিত্রটা ভিন্ন। বিশেষ করে দেশের সবচেয়ে বড় সিনেমা হল হিসেবে পরিচিত যশোরের মণিহারে শাহরুখ খানের ‘পাঠান’ টানতে পারছে না। গতকাল শুক্রবার দুপুর ১২টার শো থেকে ‘পাঠান’ চলছে। এখানে সিনেমাটি অন্তত আগামী এক সপ্তাহ চলবে।

মণিহার প্রেক্ষাগৃহ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টার শোতে ৮০ জন এবং ৩টা থেকে ৬টার শোতে ১২০ জন দর্শক টিকিট কেটে ‘পাঠান’ দেখেছেন। এই প্রেক্ষাগৃহে ১ হাজার ৪০০টি আসন রয়েছে। প্রেক্ষাগৃহ–সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণত প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি বেশি থাকে। কিন্তু এই দিনেও পাঠান সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকের খরা চলে।

‘পাঠান’–এ শাহরুখ
আইএমডিবি

মণিহার হলের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সিনেমা হলের মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বছরে বলিউডের ১০টি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে সরকার। নানা জটিলতায় ভারতের হিন্দি সিনেমা ‘পাঠান’ দেরিতে মুক্তি পেল বাংলাদেশে। তবে যেমনটা আশা করেছিলাম দর্শকের উপস্থিতি তেমন হচ্ছে না। বাংলা সিনেমার মতো পাঠানের দর্শকও গতানুগতিক। প্রথম দিনের দুটি শোতে মাত্র ২০০ দর্শক হয়েছে।’

সিনেমা দেখতে আসা একজন দর্শক জানান, ‘পাঁচ বন্ধু মিলে পাঠান সিনেমাটা দেখতে এসেছি। ভালোই লাগল। এটাই প্রথম কোনো হিন্দি সিনেমা, যা সিনেমা হলে বসে দেখলাম।’ মণিহার প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভারতে মুক্তির অন্তত ছয় মাস পরে পাঠান সিনেমা বাংলাদেশে মুক্তি পেল। এর মধ্যে মানুষ ইন্টারনেট থেকে সিনেমাটি দেখে নিয়েছে। যে কারণে ১৪০০ আসনের বিপরীতে ১০০ থেকে ১৫০ দর্শক হচ্ছে প্রতি শোতে।’

প্রসঙ্গত, হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘পাঠান’। আয় করে ১ হাজার ৫০ কোটি রুপি। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে।

হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘পাঠান’

এতে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক এজেন্ট পাঠান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন। সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ এপ্রিল সাফটার আওতায় নতুন করে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। ‘পাঠান’-এর বিপরীতে ভারতে রপ্তানি করা হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘পাঙ্কু জামাই’।