‘শিল্পী হিসেবে প্রতিযোগিতাকে অস্বীকার করলে ধরে নিতে হবে সে মিথ্যুক’

নিজের নামের চেয়ে ভক্তদের কাছে তিনি পরিচিত জেমস বন্ড হিসেবে। বলছি ডেনিয়েল ক্রেগের কথা। এই জনপ্রিয় ব্রিটিশ তারকার আজ জন্মদিন। জনপ্রিয় এই তারকা নিজের সম্পর্কে সব সময়ই বলতেন, আত্মপ্রচারে তিনি বিশ্বাসী নন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি সব সময়ই শিল্পী হওয়ার চেষ্টা করেছেন।
১ / ৭
২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমাতে জেমস বন্ড হিসেবে অভিষেক ডেনিয়েল ক্রেগের। সিনেমার শুটিংয়ের আগেই তিনি ধূমপান ছেড়ে দেন
ছবি: আইএমডিবি
২ / ৭
জেমস বন্ড সিনেমার চরিত্রের জন্য সব সময় সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখলেও বাস্তব জীবনে সবচেয়ে অপছন্দ সঙ্গে অস্ত্র রাখা
ছবি: আইএমডিবি
৩ / ৭
২০১৫ সালে ‘স্পেকটার’ সিনেমা মুক্তির পর তিনি এতটাই জনপ্রিয় ও কাঙ্ক্ষিত হয়ে ওঠেন যে পরবর্তী দুই সিনেমার জন্য ১৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব পান
ছবি: আইএমডিবি
৪ / ৭
অভিনয়শিল্পী হিসেবে তিনি মনে করেন, ‘শিল্পী হিসেবেও প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। শিল্পী হিসেবে প্রতিযোগিতাকে অস্বীকার করলে ধরে নিতে হবে সে মিথ্যুক। কারণ, এটাই শিল্পীকে উচ্চাকাঙ্ক্ষায় পৌঁছাতে সহায়তা করে।’
ছবি: আইএমডিবি
৫ / ৭
১৯৬৮ সালে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে জন্ম ডেনিয়েল ক্রেগের। তাঁর শৈশব কাটে লিভারপুলে। অল্প বয়সেই অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন ক্রেগ। লন্ডনে নাটকের একটি স্কুলে ভর্তি হন। ২০০১ সালে ‘লারা ক্রফট: টুম রাইডার’ সিনেমা দিয়ে পরিচিতি পান। কিন্তু ‘ক্যাসিনো রয়্যাল’ সিনেমা তাঁকে জেমস বন্ড হিসেবে দর্শকদের কাছে পরিচিত করে
ছবি: আইএমডিবি
৬ / ৭
স্বর্ণকেশী চুল ও নীল চোখের জন্য তিনি ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত। তবে অভিনয়ের জন্য এখন পর্যন্ত তিনি অস্কার মনোনয়ন পাননি। এমনকি বাফটা ও গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেলেও পুরস্কার পাননি
ছবি: আইএমডিবি
৭ / ৭
‘নো টাইম টু ডাই’ সিনেমার জন্য আড়াই কোটি ডলার পারিশ্রমিক নিয়েছিলেন। তিনি হলিউডে সর্বাধিক পারিশ্রমিক নেওয়া অভিনয়শিল্পীদের একজন
ছবি: আইএমডিবি
আরও পড়ুন