প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত বাংলা সিনেমাটি যাচ্ছে অস্ট্রেলিয়ায়

সিনেমাটির একটি দৃশ্যে জয়িতা ও মোস্তফা মন্ওয়ার। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত হয়েছে সিনেমা ‘মাথার ভেতর আপেলগাছ’। সিনেমাটিতে গল্পের প্রয়োজনে বেশ কিছু দৃশ্য রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য। সেই সিনেমা এবার প্রতিযোগিতা করবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে।

ইংরেজি টাইটেল ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’। পাঁচ বছর আগে সিনেমাটির শুটিং করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বী মৃধা। পরে সিনেমাটির পোস্টপ্রোডাকশনের কাজে বেশ সময় লেগে যায়।

সিনেমাটির পোস্টার। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

রাব্বী বলেন, ‘এটি দিয়েই আমি ক্যারিয়ারে প্রথম সিনেমা নির্মাণে হাত দিই। পরে নির্মাণ করি “পায়ের তলায় মাটি নাই”। কিন্তু প্রথম সিনেমাটির কিছু কাজ শেষ হতে দেরি হয়। এখন খুশির খবর, সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে। এটা শিগগিরই দেশেও মুক্তি দেওয়া হবে।’
২১ আগস্ট সিনেমাটির স্ক্রিনিং হবে অস্ট্রেলিয়ার উৎসবে। সিনেমায় উঠে এসেছে স্ত্রী ও সন্তানকে নিয়ে মন্টু নামের একজনের সংগ্রামের গল্প। স্ত্রী ও সন্তান আলঝেইমার রোগে আক্রান্ত। তাদের স্বাভাবিক ও সামাজিক জীবনে ফিরিয়ে আনতেই মন্টুকে নানা রকম চেষ্টা করতে হয়। চিকিৎসার জন্য বেছে নেওয়া হয় আপেলকে। যা খেলে ভালো হয়ে যাবে স্ত্রী ও সন্তান। সিনেমায় রূপক অর্থে দেখানো হয়েছে আপেল। এটা নিয়েই এগিয়ে চলে গল্প। মন্টু চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার।

সিনেমাটির একটি দৃশ্যে সহঅভিনয়শিল্পীর সঙ্গে জয়িতা মহলানবিশ
ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

সিনেমাটির ১৮‍ প্লাস দৃশ্য নিয়ে পরিচালক জানান, এটা গল্পের প্রয়োজনে ও একই সঙ্গে আন্তর্জাতিক দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। মৃধা বলেন, ‘সিনেমাটিতে ১৮ প্লাস দৃশ্য রয়েছে। তবে খুব বেশি ভালগার নয়। তবে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। আমরা দেশে মুক্তির সময় হয়তো কিছু দৃশ্যের পরিবর্তন করতে পারি।’

সিনেমাটির একটি দৃশ্যে শুয়ে থাকতে দেখা যাচ্ছে একজন অভিনেতাকে। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

প্রযোজক আরিফুর রহমান জানিয়েছেন, পাঁচ বছরের বেশি সময়ের একটা পথচলা এই ছবির সঙ্গে। অবশেষে বড় পর্দায় দেখবে বিশ্ব। তিনি বলেন, ‘আমার টিমের প্রত্যেক সদস্যকে অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন ও ভালোবাসা। সম্পূর্ণ স্বাধীন প্রচেষ্টায় নির্মিত এই ছবি আমার নিজের অসম্ভব প্রিয়; কারণ, এই ছবির কড়া ইমেজ মাথাটা নষ্ট করে দেয়।’
সিনেমাটি প্রযোজনা করেছেন আরিফুর রহমান, বিজন ইমতিয়াজ ও জসিম আহমেদ। এতে মোস্তফা মন্ওয়ার ছাড়াও অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, সোহাগ মৃধা, এ কে আজাদ সেতু প্রমুখ।