চার মাস পর ভারত থেকে ফিরলেন নাঈম–শাবনাজ, এখন কেমন আছেন
দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন চলচ্চিত্র তারকা নাঈম–শাবনাজ দম্পতি। গত বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাঈম। পরে সুস্থও হয়ে ওঠেন। পরবর্তী সময় এই দম্পতি হঠাৎ ভারতে গেলে ভক্ত ও সহকর্মীরা মনে করেছিলেন হয়তো নাঈমের শারীরিক জটিলতা বাড়ছে। দীর্ঘ চার মাস পরে সেসব প্রসঙ্গেই কথা বললেন শাবনাজ। জানালেন, কেন চার মাস ভারতে ছিলেন তাঁরা।
গত আগস্টে ভারতে গিয়েছেন তাঁরা। এরপর কেটে যায় চার মাস। টানা এতটা সময় আগে তেমন একটা দেশের বাইরে থাকা হয়নি। কথার শুরুতে শাবনাজ জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে শান্তি পাচ্ছিলেন না। একে তো করোনা। অন্যদিকে গত বছর মনটাও ভালো ছিল না। এর কারণ ছিল নাঈমের অসুস্থতা। শাবনাজ বলেন, ‘গত বছর নভেম্বরে নাঈমের স্পাইনালে বাইপাস সার্জারি করা হয়, তখন থেকেই মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলাম। পরে ঠিকমতো নাঈমের চিকিৎসা হলো। এর পর থেকে একটু চাপমুক্ত সময় পার করতে চাচ্ছিলাম।’
করোনার কারণে দীর্ঘ দুই বছর তেমন একটা বাইরে যেতে পারেননি তাঁরা। দুই মেয়েকে নিয়ে সিদ্ধান্ত নেন ঘুরতে যাবেন। বেছে নেন পছন্দের জায়গা ভারতের আগ্রা ও জয়পুর। ‘নাঈমের বাইপাস সার্জারির পরে নাঈমকে নিয়ে কিছুটা চিন্তা ছিল। ভারতে যাওয়ার আগেই ভেবেছিলাম, নাঈমকে সেখানে পুরো চেকআপ করাব। নাঈম এই সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তাঁর সবকিছু এখন নরমাল আছে। ডাক্তার আমাদের বলে দিয়েছেন, আপাতত নাঈমকে নিয়ে চিন্তা নেই। তাঁর সব ঠিক আছে’, বলেন শাবনাজ। এ সময় তিনি ভক্তদের কাছে নাঈমের জন্য দোয়া চান। গত বছর শাবনাজ জানিয়েছিলেন, কিছুদিন ধরে নাঈম হার্টের সমস্যায় ভুগছিলেন। বেশ কদিন ধরেই তাঁর বুকে ব্যথাও ছিল। ধীরে ধীরে সেই ব্যথা বাড়ছিল। ব্যথা বাড়তে থাকায় দ্রুত তিনি হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। এর পর থেকেই তিনি সুস্থ।
গ্রামটা এখনো নাঈম–শাবনাজের অনেক পছন্দের। টাঙ্গাইলে তাঁদের জমিদারবাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছেন। শাবনাজ বলেন, ‘আমরা নাঈমের চিকিৎসার পাশাপাশি তাজমহল, জয়পুরের অনেক জায়গায় ঘুরেছি। দুই মেয়ে ছিল আমাদের সঙ্গে। করোনার পর থেকে তারাও তেমন ঘোরার সুযোগ পায়নি। তাদের নিয়ে ঘোরার ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু হয়ে উঠছিল না। সব মিলিয়ে একটু সময় নিয়ে ভারতে থেকেছি। এখানে আমাদের অনেক আত্মীয়স্বজন রয়েছে। পরে মনে হলো গ্রামটাই অনেক টানছে। গ্রামের শীতটা আমাদের ভীষণ পছন্দের।’ ভারত থেকে ফিরে এখনো ঢাকাতেই রয়েছেন। শিগগির তাঁরা আবার গ্রামে ফিরে যাবেন।
নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয় ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে। ১৯৯১ সালের অক্টোবর মুক্তি পায় ছবিটি। এর পর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এ জুটি। অন্যদিকে নায়ক-নায়িকার ব্যক্তিগত বোঝাপড়ার জায়গাটাও পোক্ত হতে থাকে। ‘বিষের বাঁশি’ ছবির সময়ে প্রেমে জড়ান দুজন। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তাঁরা। এই জুটির জনপ্রিয় ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘চোখে চোখে’, ‘সোনিয়া’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’, ‘বিষের বাঁশি’ ইত্যাদি।