ফারুকী, রাফি, হিমেল, নিপুন ও শাওকীরা কী করছেন
মোস্তফা সরয়ার ফারুকী, আশফাক নিপুন, রায়হান রাফী, হিমেল আশরাফ ও সৈয়দ আহমেদ শাওকী—গত কয়েক বছরে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে তাঁদের নির্মিত বেশ কয়েকটি কাজ প্রশংসিত ও দর্শকনন্দিত হয়েছে। কী করছেন আলোচিত এই নির্মতারা? খোঁজ নিয়েছেন মনজুর কাদের
‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তা–ও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’ নিজের নতুন কাজ নিয়ে গত আগস্ট মাসে ফেসবুকে লিখেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে তাঁর নতুন কাজ কী নিয়ে, সে বিষয়ে কিছু জানাননি।
ফারুকীর এই প্রকল্পটি কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। যোগাযোগ করা হলে ফারুকীও এ ব্যাপারে আপাতত কিছুই বলতে চাইছেন না। সিরিজটির একজন অভিনেতা প্রথম আলোকে জানান, এই কাজটি নিয়ে খুবই রোমাঞ্চিত তিনি। তবে কাজ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি। ফারুকীর সর্বশেষ সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’ চরকিতে মুক্তি পায় চলতি বছরের ১০ এপ্রিল। প্ল্যাটফর্মটির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের এটি তৃতীয় সিনেমা।
ওয়েবে আছেন, হলেও আছেন রাফী
গত ৩০ সেপ্টেম্বর বিঞ্জে মুক্তি পেয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘মায়া’। দুই দিন পরই নতুন সিনেমা ‘লায়ন’–এর কথা আনুষ্ঠানিকভাবে জানান নির্মাতা। রাফী বলেন, সিনেমাটি আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে। সিনেমায় কলকাতার জিৎ ও ঢাকার শরীফুল রাজকে দেখা যাবে। আগামী কিছুদিনের মধ্যে নায়িকা চূড়ান্ত হবে। এ বছরের ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। গতকাল সন্ধ্যায় আরও একটি ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেল সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর জন্য ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’ বানাবেন রাফী। এতে অভিনয় করবেন পূজা চেরী। আগে রাফীর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া আরও একটি সিনেমা নির্মাণের কথাও জানিয়েছেন রাফী। আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় শাকিব খানকে নিয়ে সিনেমা মুক্তির কথা জানিয়েছেন তিনি।
শাকিবকে নিয়েই ফিরবেন হিমেল
নাটক আর চলচ্চিত্র নির্মাণ থেকে দীর্ঘদিন দূরে ছিলেন হিমেল আশরাফ। যখন ফিরলেন, সব আলো যেন নিজের দিকে টেনে নিলেন। বিরতির পর ফিরে বানালেন ‘প্রিয়তমা’। এই ছবিতে নায়ক ছিলেন শাকিব খান। এই ছবির ধারাবাহিকতায় চলতি বছর ‘রাজকুমার’ বানান হিমেল। এ ছবিতেও ছিলেন শাকিব খান। তবে এটি আগেরটির মতো সেভাবে সাড়া ফেলতে পারেনি। এরপর শাকিব খানকে নিয়ে আরও ছবি নির্মাণের খবর শোনা যায়। কিন্তু শাকিব খান এখন অন্য ছবি নিয়ে ব্যস্ত, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ শেষ করে আরও দুই পরিচালকের ছবি কাজ করবেন। হিমেল বলেছিলেন, আপাতত শাকিব খান ছাড়া অন্য কাউকে নিয়ে তিনি ছবি বানাবেন না। সেই সিদ্ধান্তে এখনো তিনি অনড়। গতকাল প্রথম আলোকে বলেন, ‘২০২৬ সালের আগে নতুন ছবির পরিকল্পনা নেই। আপাতত সাময়িক বিরতিতে আছি বলতে পারেন। তবে এর মধ্যে নতুন ছবির গল্প নিয়ে ভাবনা শেষ। চিত্রনাট্যের কাজ চলছে। মোহাম্মদ নাজিম উদ্দিনের এই গল্পে শাকিব ভাইকেই লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরব যখন শাকিব ভাইকে নিয়েই ফিরব।’
সিনেমার কথাও জানালেন নিপুন
নাটকের পর ওটিটি মাধ্যমেও নিজের জাত চিনিয়েছেন আশফাক নিপুন। ‘মহানগর’–এর দুই কিস্তি বানিয়ে প্রশংসা কুড়ান। চলতি বছরের জুন–জুলাইয়ে নতুন ওয়েব সিরিজের শুটিং শুরুর কথা ছিল। ছাত্র–জনতার আন্দোলন এবং দেশের বন্যা পরিস্থিতির কারণে পারেননি। তবে শুটিংয়ে ফিরছেন এই পরিচালক। এটি কি মহানগর ৩? এমন প্রশ্নে রহস্যের হাসি দিয়ে নিপুন বলেন, ‘মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু। কী করছি তা এখনই বলা যাচ্ছে না। আনুষ্ঠানিকভাবে সব জানাব।’ আশফাক নিপুন জানালেন, ৮ পর্বে ওয়েব সিরিজটি তৈরি হবে। গত বৃহস্পতিবার সিরিজটির লোকেশন দেখতে ঢাকার বাইরে বের হয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার ফিরবেন।’ আশফাক নিপুনের ছবি বানানোর কথা শোনা যাচ্ছে অনেক দিন। কথার ফাঁকে এ নিয়েও আভাস দিলেন। বললেন, প্রথম সিনেমার কাজ গুছিয়ে নিয়েছেন। প্রযোজকও তৈরি। প্রি–প্রোডাকশন করে শুধু শুটিংয়ে যাওয়া। নিপুন বলেন, ‘আগামী বছরেই ছবি বানাব। ঈদুল ফিতরের পরই শুটিং শুরু, এটা ফাইনাল।’
ফিরছেন শাওকী
‘তাকদীর’–এর পর ‘কারাগার’ বানিয়েছিলেন সৈয়দ আহমেদ শাওকী। এর পর থেকেই আলোচিত এই নির্মাতার নতুন কাজ পাওয়া যায়নি। শাওকী জানালেন, চলতি বছরই তাঁর নতুন কাজ আসতে পারে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য শাওকী বানিয়েছেন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এখনো সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। শাওকীর সব কাজেই সমাজের প্রান্তিক মানুষের গল্প উঠে আসে। প্রথম সিরিজ ‘তাকদীর’-এ ছিল যৌনকর্মীর গল্প, কারাগার-এ ছিল যুদ্ধশিশু। নতুন কাজ ‘গুলমোহর’-এও এমন কিছু থাকবে, জানান তিনি। এত দিন কেন বিরতি নিয়েছিলেন জানতে চাইলে নির্মাতা জানান, গত দুই বছর নিজেদের ঘাটতির জায়গা নিয়ে কাজ করেছেন, প্রস্তুতি শেষেই নতুন কাজে হাত দিয়েছেন।