‘২২কে ছাড়িয়ে যেতে পারে ’ ২৩

কথা ছিল, বছরের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’ সিরিজের সিক্যুয়েল ব্ল্যাক ওয়ার। কিন্তু গতকাল শনিবার হঠাৎ জানা গেল, ছবিটি মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়েছে। আরিফিন শুভ অভিনীত ও সানি সানোয়ার–ফয়সাল আহমেদ পরিচালিত ছবিটি ১৩ জানুয়ারি মুক্তি পাবে। পরের সপ্তাহে মুক্তি পাবে পরীমনি ও সিয়াম অভিনীত অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। কিছুদিন ধরে ছবিটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন পরিচালক আবু রায়হান জুয়েল।

শাকিব খান

নতুন বছরে আরও যেসব ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে, তার মধ্যে আছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘সুলতানপুর’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’, ‘মায়া’, ‘অন্তর্জাল’, ‘উনিশ ২০’, ‘মাসুদ রানা’, ‘ছায়াবৃক্ষ’, ‘আগুন’, ‘রক্তজবা’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাতালঘর’, ‘লালশাড়ি’, ‘কবি’, ‘রিকশাগার্ল’, ‘নাকফুল’,‘ শেরখান’, ‘পাপ’, ‘সুড়ঙ্গ’, ‘জামদানি’, ‘প্রেম পুরাণ’, ‘জ্বীন’, ‘মায়া: দ্য লাভ’, ‘মীর জাফর চ্যাপ্টার টু’ ও ‘কাজলরেখা’।

আরিফিন শুভ
ছবি: ফেসবুক থেকে

এই তালিকায় শাকিব খানের একাধিক ছবি যেমন আছে, তেমনি আরিফিন শুভ, জিয়াউল রোশান, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, আফরান নিশো, শরীফুল রাজ, সিয়ামদেরও এক বা একাধিক ছবি আছে। নায়িকাদের মধ্যে আছেন নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, পূজা চেরি, সুনেরাহ ও বিন্দুর মতো তারকা।

বিদ্যা সিনহা মিম

এ বছর মুক্তি পেতে যাওয়া কয়েকটি চলচ্চিত্র এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে। কয়েকটি খুব শিগগিরই সেন্সর বোর্ডে জমা পড়বে। কোনো পরিচালক আবার এ বছরই মুক্তি দেওয়ার লক্ষে৵ নির্মাণের যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন। চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, এ বছর ছবি মুক্তির তালিকা গেল বছরকেও ছাড়িয়ে যেতে পারে। বড় বাজেটের ভালো মানের ছবি যেমন মুক্তি পাবে, তেমনি কম বাজেটে তৈরি হওয়া ভালো মানের ছবি দেখার সুযোগ পাবেন চলচ্চিত্রপ্রেমীরা। সব মিলিয়ে নতুন বছরটিও চলচ্চিত্রে সম্ভাবনার একটি বছর হয়ে থাকবে বলে মনে করছেন পরিচালক অমিতাভ রেজা। সব শ্রেণি–পেশার দর্শকের মনের ক্ষুধা মেটানোর মতো ছবি বছরটিতে মুক্তি পাবে বলে জানান চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য শাহ আলম কিরণ।

শবনম বুবলী

মধুমিতা মুভিজ ও মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখার নওশাদ বললেন, ‘আমি সব সময় আশাবাদী মানুষ। এটা বিশ্বাস করি, নতুন বছর চলচ্চিত্রের জন্য বেশ ইতিবাচক হতে পারে। একটা বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে, প্রতি মাসে অন্তত একটি করে হলেও ভালো মানের ছবি মুক্তি দেওয়া গেলে দেশের হলগুলো সচল থাকবে। ‘পরাণ’ ও ‘হাওয়া’ যে ব্যবসা করেছে, তা অবিশ্বাস্য। পাশাপাশি ‘গলুই’, ‘শান’, ‘দিন: দ্য ডে’ কিন্তু ভালোই চলেছে। মোটকথা, আমাদের ভালো গল্পের ছবি বানাতে হবে।’

জিয়াউল রোশান

অমিতাভ রেজা পরিচালিত রিকশাগার্ল ছবিটি দেশের বাইরের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। দেশের চলচ্চিত্রপ্রেমীরা এ বছর ছবিটি দেখার সুযোগ পাবেন। অমিতাভ রেজা বলেন, ‘আমি যতটা শুনেছি, এ বছরে ভালো বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে। এই তালিকায় গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ও  আছে। চলমান কিছু প্রোডাকশন সম্পর্কেও জেনেছি, যেগুলো আমাকে আশাবাদী করেছে। তাই আমার কাছে চলচ্চিত্রের জন্য অনেক সম্ভাবনার বছর মনে হচ্ছে।’

পূজা চেরী

সেন্সর বোর্ড সদস্য হওয়ার সুবাদে এ বছর মুক্তির তালিকায় থাকা যেসব ছবি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে, সব কটি দেখেছেন পরিচালক শাহ আলম কিরণ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে কয়টা ছবি দেখেছি, তার মধ্যে সব কটির কথা বলতে পারব না, তবে দুটি ছবি নিয়ে বেশ ভালো সম্ভাবনা দেখছি। এর মধ্যে শাকিব খানের লিডার: আমিই বাংলাদেশ ছবিটি দেখে আমরা মুগ্ধ। দীর্ঘদিন পর শাকিবকে অন্যভাবে দেখা যাবে। ছবিটি সব শ্রেণির চলচ্চিত্রপ্রেমীর মনের ক্ষুধা মেটাবে।’