আজ মুক্তি পাচ্ছে ‘মধ্যবিত্ত’

‘মধ্যবিত্ত’ সিনেমার পোস্টার। নির্মাতার সৌজন্যে

বছরের প্রথম সিনেমা হিসেবে আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানভীর হাসানের সিনেমা ‘মধ্যবিত্ত’। কয়েক দিন আগে প্রথম আলোকে চলতি মাসেই ছবিটির মুক্তির কথা জানিয়েছিলেন নির্মাতা। গত বুধবার ফেসবুক পোস্টেও নিশ্চিত করেছেন, শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে।

‘মধ্যবিত্ত’ ছবির সেন্সর ছাড়পত্র হয় বছরের মাঝামাঝি। এরপর মুক্তি নিয়ে কথাবার্তা শোনা যায়। কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গার চরিত্র বাদ যায়নি এ ছবিতে।

তাঁর ভাষ্যে, ‘এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’

জানা গেছে, ১৩টি হলে মুক্তি পাবে ছবিটি। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারের মতো মাল্টিপ্লেক্স ছাড়াও দিনাজপুরের মডার্ন সিনেমা, ময়মনসিংহের পূরবী সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমাসহ দেশের বিভিন্ন একক হলেও দেখা যাবে ছবিটি।

আরও পড়ুন

‘মধ্যবিত্ত’ ছবিতে অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।