এবার ওটিটিতে আসছে ফারিণ অভিনীত ‘ফাতিমা’

‘ফাতিমা’ চলচ্চিত্রের শুটিংয়ের তাসনিয়া ফারিণ ও সুমিত সেনগুপ্তছবি : পরিচালকের সৌজন্যে

গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ধ্রুব হাসানের প্রথম সিনেমা ‘ফাতিমা’। এর আগে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে পুরস্কারও জিতে নেয়। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন তাসনিয়া ফারিণ। উৎসব ঘুরে আসা ছবিটি এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে।
সিনেমার পরিচালক ধ্রুব হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। তিনি বলেন, ‘গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে ওটিটিতে “ফাতিমা”র মুক্তি পিছিয়ে যায়।’

গত বছরের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি, চলতি বছর প্রদর্শিত হয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবেও। এবার ঘরে বসেই ছবিটি দেখতে পারবেন দর্শকেরা।

‘ফাতিমা’ চলচ্চিত্রের শুটিংয়ে তাসনিয়া ফারিণ ও মোহনা
ছবি : পরিচালকের সৌজন্যে

নির্মাতা বলেন, ‘এখন ওটিটির দর্শকেরাও সিনেমাটি দেখতে পারবেন, সেটি ভালো লাগার একটি বিষয়।’

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারের শুরু দিকে সিনেমায় নাম লেখান তিনি।

সিনেমাটি প্রসঙ্গে গত বছর তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘সুন্দরভাবে শুটিং হচ্ছিল, হঠাৎ মাঝপথে শুটিং বন্ধ হয়ে গেল। লম্বা সময়ের বিরতি। ছয় বছর পর আবার শুটিং শুরু করতে হবে শুনে অবাক হয়েছিলাম। কিন্তু ধ্রুব ভাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে উনি যেকোনোভাবেই হোক ছবিটা শেষ করবেন।

আরও পড়ুন

শেষ পর্যন্ত তো ছবিটা শেষ হলো খুব ভালো করে এবং দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ইরানের ফজর উৎসবে আমিও গিয়েছিলাম, সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি দর্শক দেখলেই আমাদের পরিশ্রম সার্থক।’

‘ফাতিমা’ এক নারীর সংগ্রামের গল্প। পরিবার ছেড়ে ঢাকা শহরে এক নারীর নতুন করে জীবন শুরু করার সংগ্রাম নিয়ে গল্প। ছবিটিতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।