আজ প্রিয়ন্তীর বিয়ে, ‘শামিল’ হতে পারবেন সারা দেশের মানুষ

‘৩৬-২৪-৩৬’–এর দৃশ্য। চরকির সৌজন্যে

সব প্রস্তুতি শেষ, এবার শুধু বিয়ের আনন্দ আয়োজনের পালা। প্রিয়ন্তীর বিয়ে। তার চাওয়া ডেস্টিনেশন ওয়েডিং। হবে কি তার ইচ্ছাপূরণ? সেটাই এবার বড় পর্দায় দেখা যাবে। বিয়ের নিয়মিত সব ঘটনার সঙ্গে থাকছে আরও নানা কাহিনি। আজ থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে চরকি প্রযোজিত ‘৩৬–২৪–৩৬’।

বিয়ের এ আয়োজনে ‘শামিল’ হতে পারবেন সারা দেশের মানুষ। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার মাধ্যমে দর্শক পেতে পারেন বিয়েবাড়ির আনন্দ। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটরিয়াম, লায়ন সিনেমায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন। রাজধানীর উত্তরার দর্শক দিয়াবাড়ির মিউজিক মুভি থিয়েটারে সিনেমাটি উপভোগ করতে পারবেন। নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারসহ রাজশাহী, বগুড়া, খুলনা, দিনাজপুর, সৈয়দপুর, সান্তাহার, কুষ্টিয়া এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে।

রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘৩৬–২৪–৩৬’। বর তাহসির (সৈয়দ জামান শাওন) আর কনে প্রিয়ন্তীর (প্রার্থনা ফারদীন দীঘি) বিয়েকে ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই সিনেমা। সিনেমাটি নিজের আগের কাজগুলোর মতো নয় বলে জানিয়েছেন দীঘি। ‘এক কথাই বলব, সিনেমাটি ফুল অব এন্টারটেইনমেন্ট। দর্শক খুব মজা পাবে। যে একবার দেখতে বসবে, তার মনে হবে সিনেমাটি শেষ করতে হবে। বেশ বড় আয়োজনে সিনেমাটি নির্মিত হয়েছে। সবাইকে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ।’

‘৩৬-২৪-৩৬’ সিনেমার পোস্টার থেকে। চরকি

‘প্রেম, মজার ঘটনা, কিছু সমস্যা নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। আর এসবই ঘটছে একটি বিয়েকে কেন্দ্র করে। দর্শক এটি দেখলে খুবই মজা পাবেন,’ বললেন ছবির ‘তাহসির’ সৈয়দ জামান শাওন।

সিনেমার আরেকটি প্রধান চরিত্র করেছেন কারিনা কায়সার। সিনেমায় তাঁর চিত্রটির নাম সায়রা, তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। এ সিনেমা দিয়েই বড় পর্দায় নাম লেখাচ্ছেন কারিনা কায়সার। নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই তারকা কন্যা। কয় দিন ধরে ফেসবুকে ঘুরছে বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের সঙ্গে করা ভিডিও, যেখানে মূলত এই সিনেমার প্রচারণাই চালাচ্ছেন কারিনা। ‘গতানুগতিক গল্পের বাইরে এসে কাজটি করার চেষ্টা করেছি। আশা তো করছি সবার ভালো লাগবে। অনেকের মতো আমিও সেই ভালো লাগার কথা শোনার অপেক্ষা করছি,’ বললেন কারিনা।

‘৩৬-২৪-৩৬’–এর দৃশ্য। চরকির সৌজন্যে

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনা এবং রেজাউর রহমানের পরিচালনায় ছবিটিতে আরও আছেন গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন প্রমুখ। সিনেমাটি ইউ (ইউনিভার্সাল) সার্টিফিকেট পেয়েছে। তাই সব বয়সী দর্শকই সিনেমাটি দেখতে পারবেন।

বড় পর্দায় রেজাউর রহমানের এটি প্রথম কাজ। এর আগে চরকির জন্য বানানো তার অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ বেশ আলোচিত হয়েছিল। রেজাউর রহমান বলেন, ‘প্রেক্ষাগৃহে রম–কম জনরার সিনেমা অনেক দিন ধরে হয় না। মজার সিনেমা তো সবাই দেখতে চায়। আমার ধারণা, “৩৬–২৪–৩৬” দর্শকদের সেই চাহিদা মেটাতে পারবে। দীঘিকে এখানে অন্যভাবে পাওয়া যাবে। আর এ সিনেমায় আমার দীর্ঘদিনের বন্ধু কারিনা কায়সারের অভিষেক হচ্ছে। সব মিলিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এর প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন ‘৩৬–২৪–৩৬’ সিনেমার সংশ্লিষ্টরা। আরও ছিলেন অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা। অনুষ্ঠানে চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘চরকি সব দর্শকের কথাই ভাবে, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চায়। তাই শুধু প্ল্যাটফর্মে নয়, প্রেক্ষাগৃহেও সিনেমা মুক্তি দিতে চেয়েছি। ভবিষ্যতেও চরকি থেকে সিনেমা মুক্তি পাবে।’

শিল্পীরাও নিজেদের অনুভূতি জানান। ছবিটি দেখতে এসেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সৈয়দ আহমেদ শাওকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শাহনাজ খুশি, সুষমা সরকার, টয়া, অভিনেতা এফ এস নাঈম, সৌম্য, দিব্যসহ অনেকে।

আরও পড়ুন

মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের পঞ্চম সিনেমা ৩৬-২৪-৩৬। এ প্রজেক্টের আওতায় এর আগে নির্মিত হয়েছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, মনোগামী, কাছের মানুষ দূরে থুইয়া এবং ফরগেট মি নট। সিনেমাটির নির্বাহী প্রযোজনা করেছে ছবিয়াল।