তরুণ নির্মাতাদের জন্য নতুন সুযোগ

তারেক মাসুদছবি: সংগৃহীত

বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা ও চর্চার অবকাঠামোগত সীমাবদ্ধতা, অর্থায়নের সংকটসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তরুণ নির্মাতারা নিজ উদ্যোগে নানা দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করে যান। কিন্তু সেসবের যথাযথ তত্ত্বাবধানসহ প্রদর্শনের সুযোগ খুব একটা ঘটে না। নবীন নির্মাতাদের এ উদ্যমকে সহায়তা করার জন্য তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট (টিএমএমটি), ইনডিপেনডেন্ট ফিল্ম প্রডিউসারস প্ল্যাটফর্ম অব বাংলাদেশ (আইএফপিপিবি) ও সিনে ক্র্যাফট আয়োজন করেছে ‘টেকনিক্যাল শো’র। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্মাতা তারেক মাসুদ সব সময় তরুণদের পাশে থাকতে চেষ্টা করে গেছেন, সব সময় তরুণদের উৎসাহ দিয়ে গেছেন। তাই এ আয়োজন তারেক মাসুদের নামে উৎসর্গ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।

আরও পড়ুন

তরুণদের আগ্রহ ও চলচ্চিত্র জমা প্রদানের পরিপ্রেক্ষিতে আয়োজনটি প্রতি মাসে দুবার পাক্ষিকভাবে অনুষ্ঠিত হবে। এ উদ্যোগের মাধ্যমে উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা তাঁদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করতে পারবেন। টেকনিক্যাল শোর আদলে করা এ উদ্যোগে উপস্থিত থাকবেন নির্বাচিত ও আমন্ত্রিত অগ্রজ-অনুজ নির্মাতা ও চলচ্চিত্রকর্মী-দর্শকেরা। যাঁদের কাছ থেকে প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে মূল্যায়ন ও পরামর্শ পাবেন নবীন নির্মাতারা।

উৎসবে বা বিপুলসংখ্যক দর্শকের সামনে প্রদর্শনের আগে নবীন নির্মাতারা তাঁদের কাজটুকু সীমিত পরিসর ও আন্তরিক পরিবেশে প্রদর্শন করে পাওয়া মতামত ও প্রতিক্রিয়া নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন বলে মনে করে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।

নবীন নির্মাতাদের মধ্যে যাঁরা তাঁদের নির্মিত চলচ্চিত্রের টেকনিক্যাল শো করতে চান, তাঁরা ফেসবুকে ‘তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট’-এর পেজ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।