‘মা নায়িকা, সন্তান কী ভাববে’, বর্ষার মন্তব্যের জেরে পরীমনির কটাক্ষ

বর্ষা ও পরীমনিকোলাজ

ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারও ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে। এই সিনেমাই তাঁকে পরিচিতি এনে দিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে এই চিত্রনায়িকা জানান, তাঁর সন্তানেরা বড় হচ্ছে, এই অজুহাতে তিনি সিনেমা ছাড়তে চান। হাতে থাকা তিনটি ছবির কাজ শেষে আর নতুন কোনো ছবির কাজ করবেন না। এই অভিনেত্রীর মতে, তাঁর সন্তানেরা এখন বড় হচ্ছে। বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে, এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি। বর্ষার এমন মন্তব্যে চটেছেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে এই নায়িকার সমালোচনা করেছেন।

বর্ষা
ছবি : বর্ষার ফেসবুক

ফেসবুক স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘আপনি খুবই বাস্তববাদী! আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকে থাকা তিনটা সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন! যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে চলচ্চিত্র থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন।’

আজ বুধবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষার কড়া সমালোচনা করেছেন পরীমনি। যদিও ফেসবুক পোস্টের কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। তবে পরীমনির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বর্ষার ছবি ছাড়ার অজুহাতে বিরক্ত হয়েই তিনি এই পোস্ট দিয়েছেন। এদিকে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে উত্তর দেওয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদেরও বুঝতে কষ্ট হয়নি।

আরও পড়ুন

পরীমনি তাঁর ফেসবুক পোস্টের শুরুতে লিখেছেন, ‘জি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দায় হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ, আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন, সেটা আজীবনই রয়ে যাবে।’

বর্ষা জানিয়েছেন, তাঁর হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষে করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনে পরীমনি ফেসবুকে লেখেন, ‘আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন! যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন।’

আরও পড়ুন
পরীমনি
ছবি : পরীমনির ফেসবুক

বর্ষাকে কটাক্ষ করে পরী লেখেন, ‘এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন, আপনার বাচ্চাদের কারও দশ বছর হয়ে যাবে কারও সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন, সেটা একবার ভাবেন।’

বর্ষার উদ্দেশে পরীমনি ফেসবুকে এ–ও লিখেছেন, ‘আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোনো দিন আপনি একজন নায়িকা ছিলেন? কোনো এক দিন নাচাগানা করেছেন?...’

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে ব্যবসায়ী স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। অনন্ত জলিল এই ছবির প্রযোজকও ছিলেন। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এ তারকা জুটি। তাঁদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামের দুই পুত্রসন্তান রয়েছে।