‘সুড়ঙ্গ’ দেখতে আগ্রহী দর্শক, প্রথম দিনের প্রায় সব টিকিট শেষ

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা,মুক্তির আগেই ছবিটিকে ঘিরে দর্শক আগ্রহ দেখা গেছেকোলাজ

আজ দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে পরিচালক রায়হান রাফী লিখেছেন, ‘বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, সনি ও এসকে এস-এ “সুড়ঙ্গ’ সিনেমার অগ্রিম টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই প্রথম দিনের প্রায় সকল টিকিট শেষ! আপনাদের এই ভালোবাসাই আমাদের ভবিষ্যতে পথচলার সাহস দেয়, অনুপ্রেরণা দেয়।

আরও পড়ুন

“সুড়ঙ্গ” আপনাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। আপনাদের অনুভূতির অপেক্ষার রইলাম।’ নিজের পোস্টের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন হলের সিট বিন্যাসের স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে ছবিটির বেশির ভাগ অগ্রিম টিকিটই বিক্রি হয়ে গেছে।

অবশেষে আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা। এদিকে মুক্তির আগেই ছবিটিকে ঘিরে দর্শক আগ্রহ দেখা গেছে। ছবিটির অগ্রিম টিকিট বিক্রি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন পরিচালক রায়হান রাফী ও চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা।

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো
ছবি : চরকির সৌজন্যে

একইভাবে ছবিটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা ফেসবুক পোস্টে লিখেছেন, অভূতপূর্ব সাড়া! বসুন্ধরা সিটি, সনি স্টার ও এসকেএস স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ সিনেমার অগ্রিম টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই ঈদের দিনের প্রায় সব টিকিট শেষ! বাকি সিনেপ্লেক্সগুলোতেও অর্ধেকের মতো টিকিট সোল্ড হয়ে গেছে!

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে ২৮টি সিনেমা হলে। এটি দেশের সব কটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে।

নির্মাতা রায়হান রাফি
ছবি : ফেসবুক থেকে

ছবির পরিচালক রায়হান রাফি এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্স ধরেই এগোতে চাই। এ জন্য শুরুতে আমরা সিঙ্গেল হল ওভাবে টার্গেট করিনি। এটি পরিবার নিয়ে দেখার মতো ছবি। এ জন্য সিনেপ্লেক্সকে প্রাধান্য দিয়েছি। পরিবেশ ভালো, এমন কিছু সিঙ্গেল হলেও মুক্তি দিচ্ছি। তবে ছবিটি দর্শক গ্রহণযোগ্যতা পেলে সব শ্রেণির দর্শকের জন্য পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে সিঙ্গেল হলে মুক্তি দেব।’