২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘সুড়ঙ্গ’তে কেন নুসরাত ফারিয়া

ঢাকার একটি লোকেশনে ‘সুড়ঙ্গ’ ছবির এই গানের শুটিং হয়েছেসংগৃহীত

পরিচালক রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ছবির নায়িকা হিসেবে সবাই তমা মির্জার কথাই জানেন। মুক্তির দিনক্ষণ এগিয়ে আসতেই, সেই ছবিতে ঢালিউডের আরেক নায়িকাকে দেখা যাওয়ার আভাস দিলেন পরিচালক। তবে তিনি প্রধান চরিত্রে নয়, একটি আইটেম গানে পারফর্ম করবেন। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই ছবির সাড়ে তিন মিনিটের আইটেম গানে দেখা যাবে দুই বাংলার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে। সম্প্রতি ঢাকার একটি লোকেশনে ‘সুড়ঙ্গ’ ছবির এই গানের শুটিং হয়েছে।

আইটেম গানের শুটিং প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘গল্পের প্রয়োজনে এই সিনেমায় একটি আইটেম গান দরকার ছিল। আমরা জোর করে এটি রাখছি না। দর্শক ছবিটি দেখলেই তা বুঝতে পারবেন। তা ছাড়া সিনেমায় নতুনত্বও থাকল।’ পরিচালক আরও বলেন, ‘আমার পরিচালনায় তৈরি “পরাণ” গত বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। “পরাণ” ছবির দর্শকদের যেন এই ঈদেও একটা বড় ধামাকা উপহার দিতে পারি, সে বিষয় মাথায় নিয়েই ছবিটির শিল্পী নির্বাচন থেকে শুরু করে গল্প তৈরি, শুটিং—সবই করতে হয়েছে।’

আইটেম গানে ফারিয়াকে কেন, এমন প্রশ্নে রাফী বললেন, ‘আমরা আন্তর্জাতিক মানের একটা কাজ করার চেষ্টা করেছি। ফলে এই আইটেম গানে এমন একজনকে খুঁজছিলাম, যিনি এই কাজের সঙ্গে যাবেন। ছবির ভ্যালু ক্রিয়েট হবে। দর্শকদের একটা বাড়তি আকর্ষণ তৈরি হবে। সে ক্ষেত্রে ফারিয়া তো দুই বাংলায় কাজ করেন, ভালো নাচতে পারেন—তার প্রমাণও পেয়েছি কিছু মিউজিক ভিডিওর গানে ও সিনেমায়। তাই তাঁকে নেওয়া।’

‘সুড়ঙ্গ’ ছবির এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় চার শ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন
সংগৃহীত

ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে জানানো হয়েছে, আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়ার পর দুই সপ্তাহ সময় নেন ফারিয়া। এরপর তিনি কাজটি করতে সম্মতি দেন। এ ব্যাপারে ফারিয়া গণমাধ্যমকে কিছু বলতে নারাজ। শুধু বললেন, ‘কাজটি করেছি। কেন করেছি, তা এখনই বলব না। সিনেমাটি মুক্তির পর বিষয়টি নিয়ে কথা বলতে চাই।’

জানা গেছে, ‘সুড়ঙ্গ’ ছবির এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় চার শ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন। শুটিংয়ের আগে প্রায় এক সপ্তাহ ধরে অনুশীলন করেছে পুরো টিম। গানটির শুটিং শেষ করতেও চার দিন সময় লেগেছে। দেশীয় সিনেমার প্রেক্ষাপটে গানটির বাজেটও নাকি অনেক বলে জানান পরিচালক।
এ ব্যাপারে পরিচালক বলেন, ‘দেশের মধ্যে শুটিং হলেও পর্দায় দেখার পর দর্শকেরা অবশ্যই ভাববেন, হয়তো দেশের বাইরে শুটিং হয়েছে। আমাদের এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে।’

‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ শিরোনামের গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। ‘সুড়ঙ্গ’ ছবিটির আগামী ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে চরকি ও আলফা আই।