সিয়ামদের সঙ্গে দেখা করে ডিনার করলেন বিজয়ীরা

ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট ও ব্লকবাস্টার সিনেমাসের পক্ষ থেকে দর্শকদের জন্য কুইজ ছাড়া হয়েছিল

বিজয়ী ভক্তদের নিয়ে একসঙ্গে এক টেবিলে বসে ডিনার করলেন ‘শান’ ছবির নায়ক-নায়িকা সিয়াম আহমেদ  ও পূজা চেরি। এদিন সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের সামনের একটি রেস্টুরেন্টে কুইজ বিজয়ী ভক্তদের সময়টা হয়ে উঠেছিল স্মরণীয় ও রঙিন।

পবিত্র ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছবি ‘শান’–এর মুক্তির আগে প্রমোশনাল অ্যাক্টিভিটি হিসেবে ফ্যানমেড টিজার কনটেস্টের ঘোষণা দিয়েছিল যৌথভাবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পাশাপাশি ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট ও ব্লকবাস্টার সিনেমাসের পক্ষ থেকে দর্শকদের জন্য কুইজ ছাড়া হয়েছিল। কুইজ বিজয়ীদের জন্য ঘোষণা ছিল ‘ডিনার উইথ সিয়াম-পূজা’। কুইজের বিষয়বস্তু ছিল—দর্শকেরা তাঁদের ফেসবুক আইডিতে ‘শান’-এর একাধিক পোস্টার আপ করবেন। যাঁর আপ করা পোস্টারে যত বেশি লাইক, কমেন্ট পড়বে, সেখান থেকে বাছাই করে ২০ জনকে পুরস্কার দেওয়া হবে।

গত রোববার সন্ধ্যায় কুইজ বিজয়ী ২০ জন ও ৪ জন ফ্যানমেড টিজার বিজয়ীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে প্রযোজনা সংস্থাটি। অনুষ্ঠানে সিয়াম ও পূজার হাত থেকে ফুল উপহার নেন বিজয়ীরা। তারপর একসঙ্গে সবাই ডিনার করেন। তার আগে বিজয়ীরা বিনা মূল্য ব্লকবাস্টারে ‘শান’ ছবির বিকেলের শো দেখার সুযোগ পান।
বিজয়ীদের উদ্দেশে সিয়াম বলেন, ‘“শান” ছবির পোস্টার নিজ ফেসবুকে পোস্ট করে এবং ট্রেলার বানিয়ে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা পাননি, আমি মনে করি, তাঁরাও “শান” পরিবারে সঙ্গেই ছিলেন। তাঁদেরও আমার ভালোবাসা।’

কুইজ বিজয়ীদের জন্য ঘোষণা ছিল ‘ডিনার উইথ সিয়াম-পূজা’

এই নায়ক আরও বলেন, ‘“শান” ছবির অভূতপূর্ব সাফল্যের পেছনে আপনাদের অবদান মনে রাখার মতো। আপনাদের ফেসবুক পোস্ট থেকে, আপনাদের টিজার থেকে অনেক দর্শক ছবিটি সম্পর্কে জানতে পেরেছেন। হলে ছবিটি দেখতে এসেছেন। আমরা আপনাদের জন্য গর্বিত। শুধু ‘শান’ নয়, এই ঈদে সব কটি সিনেমাই দর্শকেরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে।’

‘শান’ ছবির অন্যতম প্রযোজক ও গল্পকার আজাদ খান বলেন, ‘ফ্যানমেড টিজার ভিডিও ও কুইজে আমরা প্রচুর সাড়া পেয়েছি। “শান” ছবির মতো আরও ভালো গল্প আমার কাছে রয়েছে। ভবিষ্যতে ফিল্মম্যানের পক্ষ থেকে সেই গল্পের আরও ভালো ছবি বানানো হবে। এ বছরই ঘোষণা আসবে।’

‘শান’ ছবির পোস্টার

ফ্যানমেড ট্রেলার কনটেস্ট বিজয়ীদের একজন রিমন বলেন, ‘প্রিয় নায়ক-নায়িকাকে এত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। তাঁদের সঙ্গে বসে ডিনার করতে পেরেছি, এটি আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি ভীষণ আনন্দিত। এখানে এসে আমার খুব ভালো লাগছে।’

২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে ‘শান’
সংগৃহীত

অনুষ্ঠান শেষে জানানো হয়, ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে ‘শান’। ছবিটি পরিবেশনা করছে বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। এ সময় পরিবেশক প্রতিষ্ঠানটির বাংলাদেশের কনটেন্ট প্রধান সৈকত সালাউদ্দিন ও ছবির প্রযোজক এম ওয়াহিদুর রহমানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।