২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রেহানার যে সংলাপ শুনে কেরালার হাজার দর্শক হাততালি দিলেন

বাংলাদেশের কোনো সিনেমা দিয়ে এবারই প্রথম শুরু হয়েছে ২৬তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসব
ছবি: বাঁধনের সৌজন্যে

রেহানা সিনেমার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার ভারতের কেরালা উৎসবে অংশ নিয়ে ক্যারিয়ারে বিশেষ এক অভিজ্ঞতা অর্জন করলেন। কেরালার দর্শক, সমালোচক ও আয়োজকদের আতিথেয়তা, সংস্কৃতি তাঁকে আপন করে নিয়েছিল। গতকাল শুক্রবারের সন্ধ্যাটি তাঁর জীবনে বিশেষ হয়ে থাকবে।

কেরালা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান ও আজমেরী হক বাঁধন
ছবি: বাঁধনের সৌজন্যে

বাংলাদেশের কোনো সিনেমা দিয়ে এবারই প্রথম শুরু হয়েছে ২৬তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসব। এই উৎসবে যোগ দিতে গতকালই কেরালায় পৌঁছান বাঁধন। পরে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেন। কেরালা থেকে এই অভিনেত্রী বলেন, ‘কেরালার দর্শক রেহানাকে এতটা সম্মান দেবেন, ভাবতেই পারিনি। এটা সাউথ এশিয়ার বড় একটি উৎসব। সেখানে ওপেনিং সিনেমা রেহানা। পুরো সিনেমা প্রদর্শিত হয়েছে খোলা জায়গায়। শুনেছি সেখানে তিন হাজারের বেশি দর্শক, সমালোচক ও অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কালচারের একটি সিনেমাকে এভাবে ভিন্ন দেশের কালচারের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এতটা কষ্ট করে এসেছি, সেটা সার্থক হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে বাঁধন
ছবি: বাঁধনের সৌজন্যে

বাঁধন উৎসবে অংশ নিলেও যেতে পারেননি পরিচালক ও প্রযোজক। রেহানা চরিত্রের এই অভিনেত্রী প্রদর্শনীর শেষ মুহূর্তে উপস্থিত হয়েছিলেন কেরালায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন তিনি। বাঁধন বলেন, ‘আমি ইচ্ছা করেই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখেছি। শুধু জানার জন্য, তাঁরা সাবটাইটেলে আমাদের সিনেমাকে কীভাবে নেন। সিনেমা শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত, পুরো দুই ঘণ্টা আমি অবাক হয়ে ছিলাম। বাইরে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে, টুঁ শব্দ নেই। কারও হাতে মুঠোফোন নেই, কোনো কথা নেই। কোনো নাড়াচাড়া নেই। সবাই মনোযোগ দিয়ে সিনেমাটি দেখছিলেন। মাঝেমধ্যে তালি দিচ্ছিলেন। সিনেমার একটি জায়গায় ডায়ালগ আছে, ‘ছেলেদের খেলা মেয়েদের খেলা কী, খেলা তো খেলাই’—এমন ডায়ালগ শুনে একসঙ্গে সবাই হাততালি দিয়ে উঠলেন। তখন নিজেকে সার্থক মনে হচ্ছিল। সরাসরি এমন অভিজ্ঞতা আমার আগে ছিল না। বুঝতে পারলাম, সিনেমার সঙ্গে তাঁরা অনেক বেশি কানেকটেড হয়েছেন। পরে সিনেমাটি নিয়ে অনেক দর্শক প্রশংসা করেছেন। এককথায় আমি মুগ্ধ।’

উৎসবে যোগ দিতে গতকালই কেরালায় পৌঁছান বাঁধন
ছবি: বাঁধনের সৌজন্যে

কেরালা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। উৎসব কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উদ্বোধনী প্রদর্শনীর পরও ২১ ও ২৩ মার্চ আরও দুটি বিশেষ শো হবে রেহানার। ২৫ মার্চ শেষে হবে এ উৎসব। সপ্তাহব্যাপী উৎসবে ১৭০টি দেশের সিনেমা দেখানো হবে। উৎসব শেষে ভারত থেকে দেশে ফিরবেন বাঁধন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে বাংলাদেশি প্রথম সিনেমা হিসেবে প্রতিযোগিতা করে রেহানা। এরপর যুক্তরাষ্ট্রের পাম স্প্রিংস, চীনের হংকং, কোরিয়ার বুসান, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ একাধিক উৎসবে অংশ নেয় ও পুরস্কার পায় এটি। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। বাংলাদেশের দর্শক চাইলে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে দেখতে পারবেন সিনেমাটি। এতে বাঁধন ছাড়া অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ।

‘রেহানা’ ছবিতে বাঁধন ও জায়মা
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন