বিউটি সার্কাস সিনেমার ১০টি ভিন্ন লুকে জয়া

দীর্ঘদিন পর আলোর মুখ দেখছে অনুদানের সিনেমা বিউটি সার্কাস। মাহমুদ দিদারের সিনেমাটি গতকাল সেন্সর বোর্ড দেখেছে। আনকাট সিনেমাটি সেন্সর পাচ্ছে বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমায় ভিন্ন লুকে হাজির হচ্ছেন জয়া। এটি এ বছরই মুক্তি পাচ্ছে।
১ / ১০
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জয়া। তাঁর চরিত্রের নাম বিউটি
ছবি: সংগৃহীত
২ / ১০
শুরু থেকে সিনেমাটি নিয়ে আশাবাদী ছিলেন এই অভিনেত্রী। পরে সিনেমাটির শুটিংয়ে বিলম্ব হয়
ছবি: সংগৃহীত
৩ / ১০
আর্থিক সংকটে আটকে যায় সিনেমার কাজ। কিন্তু সেই সময় শুটিংয়ে কিছু ছবি প্রকাশ পাওয়ায় জয়া–ভক্তরা নতুন লুক দারুণ পছন্দ করেন
ছবি: সংগৃহীত
৪ / ১০
ব্যতিক্রমী লুকে সব সময়ই জয়া আলোচনায় থাকেন। কারণ, এসব চরিত্রে সহজেই মিশে যেতে পারেন। সার্কাস দলের দলনেতা চরিত্রে প্রথমবার তিনি অভিনয় করেছেন
ছবি: সংগৃহীত
৫ / ১০
কিন্তু বারবার শুটিং পেছানোয় কিছুটা বিরক্ত হন এই অভিনেত্রী। তার অন্য কোনো সিনেমায় এমনটা হয়নি। কারণ, তখন দেশ ও দেশের বাইরে একাধিক সিনেমার কাজের প্রচুর চাপে ছিলেন। তার কোনো সিডিউলই ফাঁকা ছিল না
ছবি: সংগৃহীত
৬ / ১০
নওগাঁর সাপাহারে ২০১৭ সালে শীতে শুরু হয়েছিল শুটিং। সেই সময় শুটিং শুরু করেই জয়া জানিয়েছিল অভিনয়ের খবর
ছবি: সংগৃহীত
৭ / ১০
সেই সময় বৈরী অবস্থার মধ্যেও আয়োজনের কমতি না। জয়ার ভাষায়, ‘এত বড় সেট আমাদের ফিল্মে অনেক দিন পর দেখলাম। একে তো অনুদানের ছবি, সেও আবার বিষয়ভিত্তিক, ভালো।’
ছবি: সংগৃহীত
৮ / ১০
২০১৮ সালে এক বছর পর মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর ইউনিয়নের আবার শুটিং শুরু হয়
ছবি: সংগৃহীত
৯ / ১০
বর্তমান সুখবর, জয়ার এই সিনেমা সেন্সর বোর্ড দেখেছে। পরিচালক মাহমুদ দিদার জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি পছন্দ করেছে। আগামী রোববার সেন্সর সনদ হাতে পাব।’ সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তিনি। জয়া আহসানসহ পুরো টিমের কাছে কৃতজ্ঞ
ছবি: সংগৃহীত
১০ / ১০
জয়া বর্তমানে ভারতে রয়েছেন। গতকাল তিনি ভারতে আনন্দলোক সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন। বিউটি সার্কাস নিয়ে এখনই তিনি কিছু বলতে চান না। দেশ ও দেশের বাইরে একাধিক সিনেমা নিয়েই তাঁর ব্যস্ততা
ছবি: সংগৃহীত