‘চোখ’–এর সেন্সর সনদ হাতে পেলেন নির্মাতা
আনকাট সেন্সর পেল ‘চোখ’। গত জুন মাসে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সেই সময়েই সিনেমাটি সেন্সর পায়। সম্প্রতি সিনেমাটির নির্মাতা আসিফ ইকবাল সেন্সর সনদ হাতে পেয়েছেন। সিনেমাটির গল্পও তাঁরই লেখা। সিনেমার আনকাট সেন্সর পেয়ে খুশি এই নির্মাতা।
দীর্ঘদিন পর কেন সেন্সর সনদ হাতে পেলেন, জানতে চাইলে সিনেমাটির নির্মাতা আসিফ বলেন, ‘মাসখানেক আগেই সেন্সরে পাস করেছিল “চোখ”। সেই সময় আমি সিনেমাটির সেন্সর সার্টিফিকেট সংগ্রহ করতে পারেনি। কারণ, হঠাৎ করেই আমার মা–বাবা করোনায় আক্রান্ত হন। তাঁদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সম্প্রতি সেন্সর বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সার্টিফিকেট সংগ্রহ করেছি।’
এই সময় তিনি আরও বলেন, ‘তখন আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কোনো কারণে সিনেমাটা আটকে গেলে আবার সংশোধন করে জমা দেব। কিন্তু সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যদের ভালো লেগেছে। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। সিনেমা মুক্তিতে আর বাধা নেই।’
বছরের শুরুর দিকে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছিল। টানা শুটিংয়ে তিন মাসেই সব কাজ শেষ হয়। কারণ, সিনেমাটি ঈদে মুক্তির জন্য দেরি করতে চাননি নির্মাতা। সেই জন্য দ্রুত সব কাজ শেষ করেন। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গত ঈদেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। এখন পরিস্থিতি ভালোর দিকে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই মুক্তি দিতে চাই।’
রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির গল্পে দেখা যাবে, ধনী পরিবারের ছেলে রাকেশ। এই চরিত্রে অভিনয় করেছেন নিরব। সড়ক দুর্ঘটনায় তার দুই চোখই নষ্ট হয়ে যায়। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। তার নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা। এ নিয়েই এগিয়ে যায় গল্প। সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জিয়াউল রোশান, শবনম বুবলী প্রমুখ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।