ফাঁস হয়েছে তাঁদের বিয়ের ঠিকানা
বিটাউনে আবার বিয়ের সানাই বাজতে চলেছে। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই বলিউড তারকা পুলকিত সম্রাট আর কৃতি খরবান্দা। কোথায় এই জুটির বিয়ের আসর বসছে, তা নিয়ে ছিল প্রবল গুঞ্জন। এবার ফাঁস হয়েছে তাঁদের বিয়ের ঠিকানা।
কিছু দিন আগেই চিত্রনির্মাতা তথা অভিনেতা জ্যাকি ভগনানি আর অভিনেত্রী রাকুল প্রীত সিং চিরবন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার বিটাউনের আর এক জুটি চিরতরে এক হতে চলেছেন। দীর্ঘদিন ধরে পুলকিত আর কৃতি একে অপরের সঙ্গে ডেট করছেন। প্রেম থেকে এবার শুভ পরিণয়ের পথে তাঁরা। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, পুলকিত আর কৃতির বিয়ের আসর বসতে চলেছে হরিয়ানার মানসেরের আইটিসি গ্র্যান্ড ভারত হোটেলে।
আরাবল্লি পর্বতমালার কোলে অবস্থিত এই বিলাসবহুল অভিজাত হোটেলটি।
আইটিসি গ্র্যান্ড হোটেলে এখন সাজ সাজ রব। পুলকিত আর কৃতির বিয়েতে উপস্থিত থাকবেন তাঁর আত্মীয়–পরিজন, আর ঘনিষ্ঠজনেরা। বিয়ের ক্ষেত্রে এই জুটি অন্যান্য বলিউড তারকার পথ অনুসরণ করছেন না। শোনা যাচ্ছে, পুলকিত আর কৃতি মুম্বাইতে কোনো রিসেপশনের আয়োজন করছেন না।
তাঁদের বিয়ের সব আচার-অনুষ্ঠান এ হোটেলেই হবে। আরও খবর, এই জুটির বিয়েতে বিটাউনের কিছু চেনা মুখ দেখা যেতে পারে। পুলকিতকে কয়েক মাস আগে ‘ফুকরে থ্রি’ ছবিতে দেখা গিয়েছিল। তাঁর এই ছবির সহ–অভিনেতাদের বিয়েতে উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে। ‘ফুকরে থ্রি’র অভিনেত্রী রিচা চাড্ডা এখন অন্তঃসত্ত্বা। তবে তিনি তাঁর স্বামী তথা অভিনেতা আলী ফজলের সঙ্গে তাঁদের বিয়েতে উপস্থিত থাকতে পারেন।
পুলকিত দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর আগে তিনি বলিউড সুপারস্টার সালমান খানের পাতানো বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। তবে তাঁদের বিয়ের বয়স এক বছরও গড়ায়নি। এর আগেই পুলকিত আর শ্বেতার মধ্যে বিচ্ছেদ হয়।