পূজার সাজে তারকারা

এবারের পূজায় তারকাদের কেউ ছিলেন দেশে, কেউ দেশের বাইরে। তবে সবাই যাঁর যাঁর মতো করে পূজার আনন্দ উদ্‌যাপন করেছেন। একনজরে দেখে নেওয়া যাক তারকাদের পূজার আনন্দ উদ্‌যাপনের স্থিরচিত্র
১ / ৮
পূজার আনন্দ উদ্‌যাপন করতে এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস ছুটে গেছেন ভারতের শিলিগুড়িতে। তাঁর বোনের বাসা সেখানে। শিলিগুড়ির একটি পূজামণ্ডপে অপু বিশ্বাসের সেলফিতে এভাবে ধরা দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অপু জানান, অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছেন। বললেন, ‘পূজা ঐতিহ্যের একটি বিষয়। তাই সাজপোশাকে ঐতিহ্যের বিষয়টি ছিল।’ পূজার বিকেল পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
২ / ৮
পূজায় রাজশাহীতে যান মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। সেখানেই তাঁর দাদা-নানার বাড়ি। বিনোদন অঙ্গনে কাজ শুরুর পর এবারই প্রথম রাজশাহীতে যাওয়া হয়নি তাঁর। এবারের পূজা ঢাকাতেই কেটেছে তাঁর। বসুন্ধরা আবাসিক এলাকা ও বনানীর পূজামণ্ডপে গিয়েছিলেন। ঢাকার পূজায় নিজেকে ‘অতিথি’ মনে হয় তাঁর। বললেন, ‘রাজশাহীতে আত্মীয়স্বজন সবাই আসেন। দেখা হয়। দারুণ সময় কাটে।’
৩ / ৮
বরাবরের মতো এবারের পূজাও ঢাকায় কেটেছে নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের। ঢাকার বনানী, বারিধারা, জগন্নাথ হল, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির মণ্ডপে গেছেন তিনি। বললেন, ‘ধর্মীয় যেসব রীতিনীতি পালনের পাশাপাশি পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কেটেছে।
৪ / ৮
পূজা উপলক্ষে ‘শহরের চোখ’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার। মেয়ে পিয়েতাকে নিয়ে গিয়েছিলেন পূজামণ্ডপে। ছবিতে মেয়ে পিয়েতার সঙ্গে বাপ্পা মজুমদার।
৫ / ৮
এবার ঢাকা এবং চট্টগ্রামে দুই জায়গায় পূজা উদ্‌যাপন করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। ঘোরাঘুরির ফাঁকে তুলেছেন স্থিরচিত্রও। নিজের ফেসবুকে এসব স্থিরচিত্র পোস্টও করেছেন তিনি। এই স্থিরচিত্র পোস্ট করে সবাইকে ‘শুভ বিজয়া’ জানিয়েছেন তিনি।
৬ / ৮
পূজা উপলক্ষে খুলনায় নিজের বাবার বাড়িতে ছিলেন মৌটুসী। এবারই প্রথম বাবাকে ছাড়া পূজার সময়টা কাটল তাঁর। মা-বাবার একমাত্র সন্তান হিসেবে সব এক হাতে সামলাতে হয়েছে তাঁকে। মৌটুসী বলেন, ‘গত বছরও বাবা পূজার সময় আমার সঙ্গে ছিলেন। একদম সুস্থ-সবল মানুষ ছিলেন তখন। অথচ বছর ঘুরতে না ঘুরতেই তিনি আমাকে একা করে চলে গেলেন।’
৭ / ৮
এই স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ...।’ অনেক দিন নতুন ছবিতে অভিনয় করছেন না বাপ্পী চৌধুরী। তাঁর মতে, ভালো কোনো গল্প পাচ্ছেন না, তাই ছবিতে কাজ করার আগ্রহ নেই। মাস চারেক আগে মাকে হারিয়েছেন বাপ্পী। তাই এবারের পূজায় মনটা খুব খারাপ ছিল তাঁর। কেনাকাটাও করেননি। বললেন, ‘গত বছরও মায়ের সঙ্গে কত আনন্দ করেছি। কিন্তু এবার তা হলো না।
৮ / ৮
গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন মন্দিরা চক্রবর্তী। কয়েক মাস ধরে দেশে নেই তিনি। যুক্তরাষ্ট্রে এবারের পূজা উদ্‌যাপন করছেন। প্রতিদিনই কোনো না কোনো উদ্‌যাপনের স্থিরচিত্র পোস্ট করছেন। নিউ জার্সি থেকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সুখ পাখির সঙ্গে কাজলরেখার দুর্গাপূজা। সবাইকে জানাই শুভ বিজয়া।’