জয় বাংলা কনসার্টে প্রথমবার মেঘদল

এ আয়োজনে প্রথমবারের মতো পাওয়া গেল মেঘদল ব্যান্ডকেছবি: সুমন ইউসুফ

দুই বছর পর শ্রোতাদের সামনে ফিরল জয় বাংলা কনসার্ট। এ আয়োজনে প্রথমবারের মতো পাওয়া গেল মেঘদল ব্যান্ডকে। আজ বিকেল থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে চলা কনসার্টে কালজয়ী দেশাত্মবোধক গান ‘মুক্তির মন্দির সোপান তলে’ দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে মেঘদল। এরপর আলোচিত গান ‘এ হাওয়া’, ‘এসো আমার শহরে’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেছে ব্যান্ডটি।

সপ্তাহখানেক আগে মুক্তিপ্রাপ্ত কোক স্টুডিও বাংলার ‘বনবিবি’ গানটিও করেছে মেঘদল
ছবি: সুমন ইউসুফ

এর আগে মেঘদলের শিবু কুমার শীল প্রথম আলোকে জানান, এবারই প্রথমবার জয় বাংলা কনসার্টের মঞ্চে উঠছেন তাঁরা। সপ্তাহখানেক আগে মুক্তিপ্রাপ্ত কোক স্টুডিও বাংলার ‘বনবিবি’ গানটিও করেছে মেঘদল।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে প্রতিবছর ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট আয়োজন করে ইয়াং বাংলা। পবিত্র শবে বরাতের কারণে ৭ মার্চের বদলে এবারের আয়োজন এক দিন পর করা হয়েছে।

কনসার্টের শুরুতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান ‘আমার এ দেশ সব মানুষের’ পরিবেশন করেছে আরেকটি রক ব্যান্ড। এরপর মঞ্চে আসে কার্নিভ্যাল, শুরুতেই পরিবেশন করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘সব কটা জানালা খুলে দাও না’; এরপর ‘আমার সত্য’, ‘সেইসব দিনরাত্রি’ পরিবেশন করে কার্নিভ্যাল। এরপর মঞ্চে আসে ‘অ্যাভয়েড রাফা’।

কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর এটি অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর এবার ফিরেছে আয়োজনটি। রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্ট; ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’ ও ‘লালন’ ব্যান্ড গান পরিবেশন করেছে। এরপর গান পরিবেশন করবে আর্টসেল ও নেমেসিস।

আরও পড়ুন