জীবনের সব চাইতে বড় শত্রুকে সহজে চেনা যায় না...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
‘আহা’ সিনেমা দিয়ে পরিচিতি পেয়েছিলেন পরিচালক এনামুল কবির নির্ঝর। সম্প্রতি তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অমীমাংসিত কোনো কিছু কখনো আশীর্বাদ হয়ে ওঠে না।’
ছবি : ফেসবুক
২ / ৪
আট বছর আগের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী সামরোজ আজমি আলভী লিখেছেন, ‘শিল্পীদের এই অবাধ বিচরণ কি আর আছে? আহা সেই দারুণ দিনগুলো।’ ছবিতে দেখা যাচ্ছে মোশাররফ করিম, রোবেনা রেজাসহ অনেককে।
ছবি: ফেসবুক
৩ / ৪
অভিনেত্রী লারা লোটাস লিখেছেন, ‘জীবনের সব চাইতে বড় শত্রুকে সহজে চেনা যায় না। সে থাকে সব চেয়ে কাছের, বন্ধুর সেজে।’
ছবি: ফেসবুক
৪ / ৪
‘অপরাধী’ গান দিয়ে আলোচনায় আসেন তরুণ গায়ক আরমান আলিফ। তিনি লিখেছেন, ‘কারওরই কোনো বিকল্প হয় না। আমাদের বিকল্প তো হয়ই না।’ ছবি: ফেসবুক